জিহাদ বলতে কি বুঝায়?
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৮ নভেম্বর, ২০১৬, ১১:৩৮:১৯ রাত
জিহাদ শব্দটি শুনলেই সবাই আঁতকে উঠেন
জিহাদ বলতে কি বুঝায় সেই দিকে চিন্তা নাই, হয়তো অনেকেই মনে করেন জিহাদ বলতে লাঠি সোটা, তরবারী বন্দুক নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পরা।
আসলে কি তাই? জিহাদ শব্দের অর্থ হল সর্বাত্বক প্রচেষ্টা।
কোন আদর্শকে কায়েম করতে হলে চিন্তা ভাবনা থেকে শুরু করে জ্ঞান অর্জন নিজের আমল আখলাক সমৃদ্ধ করা সহ সার্বিক প্রস্তুতি কে বুঝায়। জিহাদের চুড়ান্ত পর্যায় হল যুদ্ধ যাকে বলা হয়েছে "কাতেল" এবং শেষ পর্যায় হল শাহাদাত।
ইসলামের আদর্শ কায়েম করার জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকেই বলা হয় আল্লাহর পথে জিহাদ।
এটা করার জন্য যারা কোরআন, হাদিস এবং বিভিন্ন ইসলামী সাহিত্য পড়ে বা রাখে জ্ঞান অর্জন করার জন্য, এই গুলি অপরাধ বলা হচ্ছে।
কিন্তু যারা অন্য মতাদর্শ কায়েম করার জন্য প্রচেষ্টারত তাদের কার্যকলাপ দোষের নয় এমনকি কাউকে হত্যা করলেও কোন দোষের না তারা ছাড় পেয়ে যায়।
তাদের যে সমস্ত বই আছে তাও নিষেধ নয়।এমন কি যেগুলি পড়লে ধর্ষন করার শুড়শড়ি দেয় সে গুলিও অপরাধ নয়।
এই গুলি আসলে না বুঝার জন্য অথবা বিদ্ধেষী মনোভাব
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন