"ধর্ম যার যার উৎসব সবার" এই স্লোগান কি সমর্থন যোগ্য??

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১১ অক্টোবর, ২০১৬, ০১:৩৮:৫৬ দুপুর

যারা সঠিক ভাবে ধর্মকে মানে তারা যে কোন ধর্মের হোক এর সাথে একমত হতে পারবে না তা সম্ভব নয়।

মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান বা যে যেধর্মই পালন করুক তা তার বিশ্বাস অনুযায়ী, তার সৃষ্টি কর্তার বলে দেওয়া পন্থায়ই পালন করে একচ্ছত্র ভাবে তার ধর্মগ্রন্থানুস্বারে।

আর ধর্মীয় উৎসব সৃষ্টিকর্তা নির্ধারন করে দিয়েছেন তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মাধ্যম হিসাবে।

তাই হিন্দু ধর্মাবলম্বন কারী ঈদ উৎসবে আসবে কাকে সন্তুষ্ট করার জন্য? তাদের সৃষ্টি কর্তাতো এই পথবলে দেন নাই তাহলে সে যদি অন্য ধর্মের উৎসব পালন করে তাহলে কি সৃষ্টি কর্তাকে অমান্য করা হলোনা?

তদ্রুপ প্রত্যেক ধর্মের নিজস্ব উৎসব নির্ধারিত এটা সবার হওয়ার জন্য কোন "মানুষের "ঘোষনা দেওয়ার অধিকার নাই।

ইসলামের তো নিজস্ব একটা বিধান দেওয়া আছে আল্লাহ পক্ষথেকে। কি করলে তাঁর সাথে কাওকে শরীক করা হবে বা শীর্ক হবে।

তাহলে তাঁর নির্ধারিত উৎসব ছাড়া অন্য ধর্মের উৎসবে গেলে মানা হলো নাকি অমান্য করা হলো?

আর অমান্য করার অর্থই হলো অস্বীকার করা যে শুধু তোমার হুকুম মানিনা সাথে আরও সৃষ্টি কর্তা মানি।

এটাই শীর্ক আর যারা এটা করবে তারাই মুশরিক বেশী ব্যাখ্যার প্রয়োজন নাই।

সুতরাং যারা সত্যিকার ভাবে ধর্মকে মানে তার জন্য সবধর্মের উৎসব হতে পারেনা।

ধর্মীয় উৎসব হলো সৃষ্টি কর্তার নির্ধারিত ইবাদত।

হ্যা জাতীয় উৎসব সবার জন্য বলতে পারেন সবার যেমন:- স্বাধীনতা দিবস,বিজয় দিবস,এই ধরনের যা আছে এইগুলি সবার।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378569
১১ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:০৭
হতভাগা লিখেছেন : এটা শিরকের একটা আহবান । অন্য ধর্মের লোকেরা ঠিকই বোঝে , বোঝে না বাংলাদেশী বোকা মুসলমানেরা ।
378571
১১ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা হলো পুরাই ধর্মহিন করার স্লোগান।
378576
১১ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:১৮
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ/
378582
১১ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্যের জন্য;
378599
১২ অক্টোবর ২০১৬ রাত ০১:২২
আফরা লিখেছেন : এটা যে বলে সে একটা মূর্খ ।
378607
১২ অক্টোবর ২০১৬ রাত ০২:০৬
নূর আল আমিন লিখেছেন : "বিয়ে যার যার বউ সবার" ব্যাপার খানা এমন জইয়া গেলো আরকি!!
378621
১২ অক্টোবর ২০১৬ দুপুর ১২:০০
হারেছ উদ্দিন লিখেছেন : আসলে হয় অজ্ঞতা প্রসুত, না হয় দৃষ্টতা দেখানো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File