আত্মহত্যার প্রবনতা শিক্ষিতদের মধ্যে বেশী পরিলক্ষিত হচ্ছে
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৫:২১ সকাল
আত্মহত্যার প্রবনতা বেড়ে গেছে, শিক্ষিত সমাজেই বেশী হচ্ছে এটা।
আত্মহত্যা করে দুনিয়ার জীবনের দুঃখ অথবা অপকর্ম ঢাকার চেষ্টা করেই কি এসব থেকে মুক্তি পাওয়া যাবে?
যারা এটা করে এদের আল্লাহর প্রতি সামান্যতম বিশ্বাস থাকলে এটা করা সম্ভব হতোনা।
দুনিয়ার জীবনের হিসাবের কয়েকটা দিনের জন্য লজ্জা এবংদুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে ভেবে আত্মহত্যার পথ বেছে নেওয়া নাস্তিক্যতার পরিচয় ।
এটা কিশের শিক্ষা? এই দুনিয়া থেকে চলে গেলেও যে জীবনের শুরু আছে শেষ নাই সে চিন্তা জাগ্রত না থাকার কারনেই এই প্রবনতা।
এটা বন্ধ হবে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে নাস্তিক্য বাদী মতবাদ থেকে বের হয়ে আস্তিকে পরিনত হয়।
কোন আস্তিক যদি অপকর্মের বদনাম ঢাকতে অথবা কোন দুঃখ কষ্টের যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা করে তাহলেও তার আল্লার প্রতি বিশ্বাস হারিয়ে গেল।
আখেরাতের অন্তহীন জীবনের সে যন্ত্রনা থেকে কি ভাবে রেহাই পাবে?
সেখানে তো আর আত্মহত্যার সুযোগ নাই।
তাই মুর্খপন্ডিত নাহয়ে, ঐশি শিক্ষা অর্জন করে শিক্ষিত পন্ডিত হওয়া অবশ্যই কর্তব্য।
যে আল্লাহ প্রদত্ত্ব ঐশি জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী বাস্তব জীবনের সব কাজের ফায়সালা করেনা, সে হাজার ডক্টরেড ডিগ্রি লাভ করলেও সে মুর্খ,
হতে পারে দুনিয়ার জন্য সে মুর্খ পন্ডিত।
দ্বীনি শিক্ষা অর্জন করার মাধ্যমে যেন এই আত্মহত্যার প্রবনতা দূর হয়।
আল্লাহর সাহায্য কামনা করি।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন