কোরআান- হাদিসের সঠিক শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল সম্ভব।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৯ জুলাই, ২০১৬, ০৮:০৯:৪৭ রাত

ইসলাম কখনও সন্ত্রাসবাদ এবং জঙ্গীবাদ সমর্থন করেনা।

,

যারা সঠিক ইসলাম মানে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে এরা কখনও বিশ্বাস করবে না বা বলবে না ইসলাম পন্থীরা সন্ত্রাসী এবং জঙ্গী।

আজকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন না করার কারনে মুসলমান নামধারী কিছু অংশকে বিভ্রান্ত করছে এবং তারা জঙ্গীবাদে বিশ্বাস করছে।এটা মোটেই কাম্য নয়।

এই বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে হলে শিক্ষা ব্যবস্থায় প্রাইমারী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের সঠিক শিক্ষাব্যবস্থা চালু ছাড়া এই বিভ্রান্তী বা বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব নয়।

যারা ভাবছেন ইসলামী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়ে এই সমস্যার সমাধান করবেন বা হয়ে যাবে তারা মারাত্বক ভুল করছেন।কারন ভ্রান্তপথে যায় তারা যারা সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান নাই।

সঠিক শিক্ষার মাধ্যমে বর্তমান প্রজন্মকে যদি ধর্মীয় অনুভুতি জাগ্রত করা যায় তাহলেই তারা সন্ত্রাস এবং জঙ্গীবাদ থেকে ঘৃনা ভরে বিরত থাকবে।

সঠিক কোরআন - হাদিসের জ্ঞানই আখেরাতের ভয়কে জাগ্রত করে মানুষকে বিপথগামীতা থেকে বিরত রাখতে সক্ষম হয়।

যে যত চিৎকার করুন ইসলামী শিক্ষা থেকে দুরে রেখে নয়, সঠিক ইসলাম শিক্ষার মাধ্যমেই মানুষের চরিত্রের পরিবর্তন সম্ভব এর কোন বিকল্প নাই।

সুতরাং ইসলামের সঠিক শিক্ষা সর্বক্ষেতে চালু করে সমস্যার সমাধানের আশা করাই উচিৎ।

সঠিক শিক্ষার মাধ্যমে চিন্তার বিশুদ্ধিকরন না ঘঠিয়ে তা সম্ভব নয়।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374261
০৯ জুলাই ২০১৬ রাত ০৮:৩৬
হতভাগা লিখেছেন : এটা বিধর্মীরাও বুঝে । কিন্তু এতে যে তাদের স্বার্থ হাসিল হবে না । ঘোলা জলে মাছ শিকার করাও হবে না । বাংলাদেশকে একটা ব্যাটলফিল্ড বানানোর জন্য এরা বেশ কয়েক বছর ধরেই মাথা খুটে মরেছে ।

তাদের প্রচেষ্টা এখন সফলতার মুখ দেখছে
374262
০৯ জুলাই ২০১৬ রাত ০৮:৫১
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ ভাই, এটা সাময়িক তাদের বিজয়, মিথ্যা বেশীদিন ঠিকেনা। দুঃখ কিছু সার্থান্নাষীর জন্য।
374264
০৯ জুলাই ২০১৬ রাত ০৯:৩৮
রক্তলাল লিখেছেন : চেতনার লালসালু ব্যাবসা বন্ধ হয়ে যাবে তাহলে।

ইনু ফ্যাসিস্টদের লালবাত্তি জ্বলবে!
374300
১০ জুলাই ২০১৬ বিকাল ০৪:১০
কুয়েত থেকে লিখেছেন : প্রাইমারী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের সঠিক শিক্ষাব্যবস্থা ছাড়া বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব নয়। ভালো লাগলো ধন্যবাদ
374343
১১ জুলাই ২০১৬ রাত ০২:৩৬
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File