সব জায়গায় আজ মিথ্যার সয়লাব।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৫ জুন, ২০১৬, ০২:৪৬:০৮ দুপুর
মিথ্যা হল সমস্ত পাপের মা, সমাজের সব চাইতে খারাপ লোকও মিথ্যাকে অপচন্দ করে।
,
যে লোক মিথ্যা বলে নিজের স্বার্থ হাসিল করতে চায়, সব সময় মিথ্যার প্রশ্রয় নেয় তার কাছেও যদি কেউ মিথ্যা বলে সেও সেটা অপচন্দ করে। এতেই বুঝা যায় মিথ্যা কত জঘন্য, সে যেটা প্রয়োগ করে নিজেই ঘৃনা করে।
যে সব সময় মিথ্যাকে প্রয়োগ করে তার উপাধী হয়ে যায় মিথ্যাবাদী হিসাবে। তার কথা এবং কাজ কোনটাই মানুষ বিশ্বাস করতে চায়না সহজে, অমুক বলেছে বা করেছে এটা বিশ্বাস করা প্রমান ছাড়া কঠিন। মিথ্যার এটা হল সামাজিক স্বীকৃতি।
আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে হারাম ঘোষনা করেছেন। যেখানে মিথ্যা আছে সেখানে আল্লাহর বরকত থাকেনা পাপ বাসাবাঁধে এবং ক্রমান্বয়ে ধ্বংশের পথে এগিয়ে যায়। সেটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যাই হোক।
আজ আমাদের ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেভাবে মিথ্যার সয়লাব বয়ে যাচ্ছে আমরা শান্তির সন্ধান পাওয়ার কি কোন আশা করতে পারি?
সমাজে একটা কথা আছে বাবা মিথ্যাবাদী সন্তান ভালো হবে কেমন করে?
একটা দেশের পরিচালকরা যদি মিথ্যাবাদী হয়, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য জঘন্য মিথ্যার প্রশ্রয় নেয় এবং সেই মিথ্যাকে সত্যে রুপ দেওয়ার জন্য আরও কিছু মিথ্যা অনুসারী বানায়।
আজ হয়েছে তাই কিন্তু এই জগন্য মিথ্যার প্রতিবাদ করা যাবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নীচ পর্যন্ত মিথ্যা বলা হচ্ছে কাজ করা হচ্ছে। জনগন প্রত্যক্ষ করছে একটা আর আধুনিক মিডিয়ার বদৌলতে শুনতে পাচ্ছে আরেকটা এমিথ্যার শেষ কোথায়?
আল্লাহ আমাদের এই জঘন্য মিথ্যা এবং অবক্ষয় থেকে হেফাজত করুন।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাহাকার যেনো চারদিক "
_____এম.এ.মামুন
মন্তব্য করতে লগইন করুন