এই যুগের শ্রেষ্ট বীর মাওঃ মতিউর রহমান নিজামী।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০২ জুন, ২০১৬, ০১:২৯:৫৪ রাত

মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ফাঁসি মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে গেছেন।

সারা বিশ্বের মুসলিম জাতিকে দেখিয়ে গেলেন কোন পথটি সত্যিকার বিজয়ের। জাগ্রত হওয়ার আহবান জানালেন বিশ্ব নন্দিত এবং বরেন্য এই নির্ভীক নেতা।

বর্তমান বিশ্বের তালিকা সব মুসলমানদের মধ্যে সার্বিক দিকে থেকে বাচাই করা ঘোষিত ৪০ নাম্বারে যার নাম লেখা। নির্বিকার থেকে বিজয়ের পথের সাক্ষ্য রেখে গেছেন।

রেখেছেন আহবান ইসলামের বিজয় এভাবেই ত্যাগের মাধ্যমে আসবে।

এটা বিশ্বের সকল মুসলিম দাবীদারদের জন্য শিক্ষা।

পরাজিত বিশ্ব মুসলিমদের শিখিয়ে গেছেন বাতিলের সামনে মাথা নত করা যাবেনা এর মালিক একমাত্র আল্লাহ।

আল্লাহর দ্বীনকায়েমের উদ্দেশ্যে এই শীর উঁচু থাকবে যত দিন না আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370704
০২ জুন ২০১৬ রাত ০২:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। এসব মহান মানুষগুলোর আত্মত্যাগের অপূর্ব আলো অন্ধকারে দ্বীপ্তি ছড়াবে ইনশাআল্লাহ।
370717
০২ জুন ২০১৬ সকাল ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : ইনশা আল্লাহ।
370723
০২ জুন ২০১৬ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : উনারা আল্লাহর দ্বীন কায়েমের নাম করে নিরীহ মুসলমানদের মেরেছেন

আল্লাহ কোন নিরপরাধ মানুষকে হত্যা করতে বলেন না
০২ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
307635
কুয়েত থেকে লিখেছেন : ভালো মন্ধ একটা বাচ্ছাও বুঝি আপনি বুঝেনা তাতো নয়। কানে যদি কম শুনে থাকেন চোখে যদি কম দেখে থাকেন তাহলে বেশী বেশী আল কুরআন অধ্যায়ন করুন। তার পরেও যদি বুঝে না আসে তাহলে বুঝতেই হবে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে তারা যারা সত্যকে বুঝার ক্ষমতা রাখেনা। ধন্যবাদ
০২ জুন ২০১৬ বিকাল ০৪:১৫
307636
হতভাগা লিখেছেন :
তার পরেও যদি বুঝে না আসে তাহলে বুঝতেই হবে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে তারা যারা সত্যকে বুঝার ক্ষমতা রাখেনা।


০ নিরপরাধ মুসলমান ভাইদেরকে ইসলামের ধোয়া তুলে হত্যা করাকে আপনারা কোন খারাপ কাজ বলেই মনে করেন না । এজন্যই আপনাদের আজকের এই হাল । আল্লাহ কোন দাম্ভিক , অহংকারীকে ভালবাসেন না ।

সময় আছে এখনও ক্ষমা চেয়ে নেওয়ার দেশবাসীর কাছে এবং যাদেরকে হত্যা করেছেন তাদের ওয়ারিশদের কাছ থেকে। সঠিক মনে ক্ষমা চাইলে দেশবাসী ক্ষমা করে দেবে এবং আল্লাহও ক্ষমা করে দেবেন । নচেৎ সামনে আপনাদের জন্য অনেক কঠিন পরিনতি অপেক্ষা করতেছে ।
370730
০২ জুন ২০১৬ সকাল ১১:২১
হারেছ উদ্দিন লিখেছেন : মিথ্যা অপবাদ আগেও দেয়া হয়েছে বর্তমান যুগেও দেওয়া হচ্ছে ভবিষ্যতেও দেওয়া হবে।
ইসলাম বিরোধীদের চরিত্রই এটা।
ভাই আপনি নিজে তাদের এলাকা ঘুরে আসুন #হতভাগা;
শুনে সঠিক প্রমান ছাড়া কারও বিরোদ্ধে বলা মারাত্বক অপরাধ আর তাই করা হচ্ছে।
০২ জুন ২০১৬ বিকাল ০৪:১৬
307637
হতভাগা লিখেছেন :
370748
০২ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ সন্ধাতারা আল্লাহ কবুল করুন আমিন।
370751
০২ জুন ২০১৬ বিকাল ০৪:০৭
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো সারা বিশ্বের মুসলিম জাতিকে দেখিয়ে গেলেন কোন পথটি সত্যিকারের বিজয়ের। জাগ্রত হওয়ার আহবান জানালেন বিশ্ব নন্দিত এবং বরেন্য এই নির্ভীক আমাদের জাতীয় নেতা। অনেক ধন্যবাদ
370896
০৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০৭
হারেছ উদ্দিন লিখেছেন :
মাও: মতিউর নিজামীর দুষ একটাই ইসলামী আন্দোলনের নেতৃত্বদান।

আল্লাহ ইসলাম বিরোধীদের হেদায়াত দান করুন।
371044
০৫ জুন ২০১৬ সকাল ১০:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File