আজ নেতৃত্ব শুন্য বিশ্বমুসলিম।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৭ মে, ২০১৬, ০২:২৪:৫৩ রাত
সারা বিশ্বে মুসলিমরাই আজ সবচাইতে মজলুম এবং নেত্রীত্বহীন।
বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির প্রধানেরা নিজেদের ঐতিহ্যকে ভুলে আজ বিজাতীয়দের গোলামিতে আবদ্ধ।
বিজাতীয়রা বিশ্বের মোড়ল,তারা যা যেভাবে করতে বলছে তাই করছে মুসলিম দেশগুলি।
যদিও ১/২ জন মাথা তুলার চেষ্টা করে তাদের দমনে সারাবিশ্ব একজোট হয়।
আর সবচাইতে আফসোস হলো তাদের বিরোদ্ধে মুসলিম রাই বেশী ভুমিকা পালন ঐ ইহুদী নাসারাদের দোসর হয়ে।
কোন মুসলিম নেতৃত্ব মাথা তুলে দাঁড়াক এটা ঐ তাবেদার মুসলিমরাই চায় না। দমন করতে যত ধরনের সহযোগিতা দরকার তাই করে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলমানদের পক্ষে কিছু কথা বলে,একা কিছু করার ক্ষমতা নাই থাকুক।
তাকে নিয়ে নানা টিটকারী সুচক কথা। কপাল পুড়া মুসলিম সামান্য বোধশক্তি টুকুও হারিয়ে ফেলেছে।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতি সন্যাসীতে গাঁজন নষ্ট
মন্তব্য করতে লগইন করুন