বুখারী শরিফ: হাদিস নং ৮৯;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১০ মে, ২০১৬, ০৬:৪১:৫৮ সন্ধ্যা



হাদিস ৮৯ ‘আবুল ইয়ামান (র) ও ইব্ন ওহব (র) …….উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনি উমায়্যা ইব্ন যায়দের মহল্লায় বাস করতাম। এ মহল্লাহটি ছিল মদীনার ঊঁচু এলাকায় অবস্থিত। আমরা দু’জনে পালাক্রমে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাযির হাতম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম, সেদিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাঁকে পৌঁছে দিতাম। আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তাঁর পালার দিন এলেন এবং (সেখান থেকে ফিরে) আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলেন। (আমার নাম নিয়ে) বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তাঁর দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে [রাসূলুল্লাহ্ (সাঃ) তাঁর স্ত্রীগণকে তালাক দিয়েছেন]। আমি তখনি (আমার কন্যা) হাফসা (রা)-এর কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ্ (সাঃ) কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, ‘আমি জানি না।’ এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললামঃ আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেনঃ ‘না।’ আমি তখন ‘আল্লাহু আকবার’ বলে উঠলাম।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368625
১০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
ইয়াফি লিখেছেন : অন্যের বিপদ দেখে যারা নীরবে দাঁড়িয়ে থাকে, অচিরেই সেও একই বিপদে পড়বে- এ ধরণের একটা হাদীস পড়েছিলাম। দয়া করে সেটা জানাবেন। আর উপরোক্ত হাদীসের শিক্ষা বলবেন।
368640
১০ মে ২০১৬ রাত ০৮:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর হাদিসের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File