আল্লাহর তরফ থেকে যা ফায়সালা হবে তাই প্রতিফলিত হবে।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪৪:২৫ রাত

আল্লাহর ফায়সালায় কারও হাত নেই, আল্লাহর ফায়সালার পরিবর্তন করার ক্ষমতা কারও নাই।

সারা দুনিয়া মানুষ একত্র হয়ে হাজার চেষ্টা করেও একবিন্দু কম বা বেশী করা সম্ভব নয়।এই কথাটি সাধারন ভাবে সবাই বলি বা বিশ্বাস করি।কিন্তু যদিও বলি বা বিশ্বাস করি! আমার প্রশ্ন হল সত্যিই কি একিন সহকারে বিশ্বাসকরি ??আমরা প্রত্যেকে আত্মসমালোচানা করা দরকারনিবৃত্তে, নিজ মনের খবর আর কেউ না জানলেও প্রত্যেকেই নিজের বিশ্বাস সম্পর্কে জানা আছে।আল্লাহ সর্ব শক্তিমান এই বিশ্বাস কে দৃঢ়তার সাথে বিশ্বাস করলে আমাদের কোন হতাশা থাকার কথা নয় এই দুনিয়ার জীবনে।এই দুনিয়ায় যা পেলাম আল্লাহর ফায়সালায় তাতে বিশ্বাস থাকলে এই হানা হানি হতোনা। এই জয় পরাজয়ের নোংরা খেলা বাদ দিয়ে আখেরাতকে প্রাধান্য দেয়া সম্ভব হতো।শুধু মুখে না বলে সত্যিকার ভাবে আল্লাহকেঅন্তর থেকে দৃঢ়তার সাথে ফয়সালা কারী হিসাবে বিশ্বাস করার এবং মানার তৌফিক দানকরুন।

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358633
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আমরা এখনও প্রকৃত মুসলীম হতেই পারিনি৷আল্লাহ আমাদের প্রকৃত মুসলীম হবার তৌফিক দিন৷
358642
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৩
আফরা লিখেছেন : আমিন৷
358655
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আমিন৷ আমরা এখনও প্রকৃত মুসলীম হতেই পারিনি৷আল্লাহ আমাদের প্রকৃত মুসলীম হবার তৌফিক দিন Sad
358691
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৪
হতভাগা লিখেছেন : খুব দূর্বল ঈমানের অধিকারী বলেই আমাদের দূর্দশার শেষ নেই ।

অথচ মূ'মিন হওয়ার পূর্বশর্তই হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনা
358695
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৯
বিবর্ন সন্ধা লিখেছেন : সুমমা আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File