সবার ভালবাসাই কাম্য।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৬ জানুয়ারি, ২০১৬, ১২:১৬:৩৬ রাত
আজ মনে খুব আনন্দ লাগছে, অনেক দিন পর আমার ব্লগ শো হল। প্রকাশ না হওয়ায় তিন -চার মাস যাবৎ। আমার ভাতিজা সুমন আহমদের ব্লগে লিখা দিয়ে আসছিলাম। অন্য নামে হলেও অনেক ভাই আমার লিখা পড়েছেন, কতটুকু ভাল লেগেছে জানিনা এর পরেও আমি কিন্তু উৎসাহ পেয়েছি। আর আপনাদের এই ভাল বাসা,উৎসাহ আমাকে লিখার প্রেরনা যুগিয়েছে আগামিতে ও যোগাবে এই আশা নিয়েইলিখে যাব। আমি তেমন লিখতে পারিনা তবুও চেষ্টা করব সত্যের পথে অসত্যের বিপরিতে সামান্য কিছু লিখার সবার আরও ভালবাসা কাম্য।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম আপনাকে
মন্তব্য করতে লগইন করুন