এক মহিলার শীরর্ক পূর্ন কথা -

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ১৮ অক্টোবর, ২০১৫, ০৯:২৩:৪৮ রাত

এইতো বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে এক প্রতিবেশি আসল। তিনি আমাদের পরিচিত একজন মহিলা। তিনি ছিলেন কেশা পাগলার খুব ভক্ত। বাড়িতে এসে

তিনি বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলতেছিল। বাড়ির লোকদের সাথে গল্পগুজব করার এক পর্যায়ে যুদ্ধের কথা চলে আসল।

তিনি বলতে লাগলেন কেশা পাগলার এক মুরিদকে মুক্তিযুদ্ধারা যখন তাকে গুলি করছিল তখন তিনি নাকি কেশা পাগলাকে স্বরন করার কারনে বেচে যান।

আমরা বললাম, আপনি তো এখানে কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করলেন। কথাটি বলার সাথে সাথে তিনি একটু চেতে উঠলেন । এবং বললেন তোমাকো হুজুররাতো খালি এই শীরকি দেখে আর কিছু দেথ না।

আমি তাদের পাশেই অন্য একটি কাজ করতে ছিলাম-

তখন কথাটি শুনে আমি বললাম যে,

কেশা পাগলাকে স্বরন করলেই যদি কেউ মৃত্যু থেকে বেচে যায় , তাহলে আপনারা তো গরিব আছেন, কেশা পাগলাকে স্বরন করে ধনি হয়ে যান।

আমি তাকে আরও বললাম যে, শিরকির গোনাহ আল্লাহ তায়ালা কখনো মাফ করবেন না। যতি না সে জীবিত থাকা অবস্তায় তওবা না করে মৃত্যু বরণ করে ।

তখন তিনি আমাদেরকে বললেন যে, খালি মসজিদে যায়া নামাজ পরলেই জান্নাতে যাওয়া যায়না।

আমি বললাম যে , নামাজ পড়ার বিধানতো আল্লাহ তয়ালাই দিয়েছেন । আমরাতো আল্লাহর হুকুম মানছি । আর আপনাদের তো কখনো নামাজ পরতে দেখি না।

আপনাদের কেশা পাগলা কি নামাজ পরতে নিষেধ করেছেন নাকি। আর আপনি আল্লাহর কথা না মেনে কেশা পাগলার কথা মানেন দেখছি। এরপর বির বির করে কি যেন বলতে বলতে বাড়ি থেকে চলে গেলেন।

বাহ, আজব ব্যাপার তো,শিরকের কথা বলা মাত্রই বাড়ি থেকে রাগ করে চলে গেলেন।

(বি: দ্র: একজন সচেতন মুসলিম হিসেবে আজকের পোষ্টটি আপনাদের জন্য লিখলাম। কোথাও ভুল হলে কমেন্টে জানাবেন)

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File