স্বপ্ন চুরি

লিখেছেন লিখেছেন টি ইউ রিয়াদ ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৬:১০ দুপুর

স্বপ্ন গুলো কেড়ে নিয়ে

করলে আমায় নিঃস্ব,

ভাবছ বুঝি এতেই তুমি

জয় করেছ বিশ্ব।

আসবে এদিন ঘুরে দেখো

তোমার জীবন জুড়ে,

যন্ত্রণারা পুড়বে আরও

খাবে হৃদয় কুড়ে।

যন্ত্রণাকে নিয়ে বাঁচা

বুঝবে কতো কষ্ট,

ভাববে তখন করছ কেন

পরের জীবন নষ্ট।

ভাবনাতে কি শোধ হবে আর

দূর হবে কি ক্ষত?

এই ভাবনায় জ্বলবে তুমি

নিত্য অবিরত।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File