ভাবনা
লিখেছেন লিখেছেন টি ইউ রিয়াদ ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪০:৪৫ সন্ধ্যা
(১)
তোমার কথা ভাবতে গিয়ে
চমকে উঠি বারে বার
যতই আমি ভাবি তবু
ফিরবে না তো কভূ আর।
(২)
তুমি মহা সুখেই আছো
আমি বৃথা কষ্ট পাই
আমি ভাবি আমার তুমি
তুমি তো আর আমার নাই।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন