ধোঁকা
লিখেছেন লিখেছেন টি ইউ রিয়াদ ২৫ অক্টোবর, ২০১৫, ০৯:২১:০৯ সকাল
মরিচীকার পিছন ছুটি
তোমায় ভুলে প্রভূ
তাই তো শুধু খাই যে ধোঁকা
পাই না তো সুখ কভূ।
ঠাঁই দিও গো রহম তলে
এই তো শুধু চাওয়া
করবে ক্ষমা জানি তুমি
এই তো বড় পাওয়া।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কামনা করি,
ছন্দগুলো লাগলো ভাল,
খুশী হলাম পড়ি৷
মন্তব্য করতে লগইন করুন