প্রবাসে বসে আজ ঈদ উদযাপন করলাম , আমাদের ঈদ উদযাপনের কর্মসুচী পাঠকদের জন্য তুলে ধরলাম

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩০:১৪ দুপুর

সকল প্রবাসি ভাইদের পক্ষ থেকে দেশে অস্থানরত ভাই বোনদেরকে জানাই প্রবাসি ঈদ মুবারক

আমাকে কেউ প্রশ্ন কইরেননা যে প্রবাসি ঈদ মুবারক দিলেন কেন ?

তখন কিন্তু আমি এর উত্তর দিলে আপনরা বলবেন ও মিয়া দেশি আর প্রবাসি ঈদ কি আলাদা নাকি ?

হ ভাই আলাদা রকম সেলিবারেট হয় আলাদা বাকী প্রায় সবই একটু ভিন্ন

যেমন ধরুন আজকে আমাদের ঈদ ছিল তাতে কর্মসুচী ছিল নিন্মরুপ

১- খুব ভোরে ঘুম থেকে উঠা

২-দাত ব্রাশ করা

৩-গোছল করা

৪-ফযরের নামাজ জামায়তে আদায় করা

৫-কাপড় চোপড় পরে ঈদগাহে বা মসজিদে যাওয়া

৬-নামাজ শেষে পরিবারের সবাইর সাথে কথা বলা

৭-রুমমেটরা কিছু পাক করলে সেখান থেকে কিছু খানা খাওয়া নইলে দোকান থেকে কিছু কিনে খাওয়া

৮-কম্বল মুড়ি দিয়ে ঘুম দেওয়া একঘুমে ঈদের দিন শেষ করা

আমাদের প্রবাসিদের ঈদের মেনুতে স্বাভাবিক এইটাই থাকে তবে কারো কারো বন্ধবান্ধকদের সাথে একটু ঘুরাঘুরি থাকলেও থাকতে পারে

সবাইকে ঈদ মুবারক দিলাম

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343168
২৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৭
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও ঈদ মোবারক ভাই।।
২৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪১
284468
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঈদ মোবারক
343177
২৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ঈদ মোবারক।
২৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
284476
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঈদ মোবারক
343216
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৪
শেখের পোলা লিখেছেন : মেনুতে দেশে ফোন করারও একটা আইটেম থাকে৷ সেই সঙ্গে সামান্য আনন্দও থাকে এই মনে করে যে, তাদের মুখে সামান্য হলেও হাঁসী ফোটাতে পেরেছি৷ দেশে থাকলে হয়ত তাও পারতাম না৷
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২০
284579
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
343217
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৩
আব্দুল গাফফার লিখেছেন : ঈদ মোবারক
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২০
284580
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ঈদ মুবারক
343229
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৯
দ্য স্লেভ লিখেছেন : না, নিরামিষ ঈদ। ঈদের দিন ঘুমানোর কোনো মানে নেই
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২১
284581
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিকল্প কিছু নাই তো তাই ঘুমাই
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File