বুখারী শরীফ: হাদিস নং ১৪৫-১৪৭;

লিখেছেন লিখেছেন saifu islam ১৯ অক্টোবর, ২০১৬, ০৯:২৫:২৬ রাত



হাদিস ৩৪৫ আহমদ ইবন ইউনুস (র)……মুহাম্মদ ইবনুল মুনকাদির (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা জাবির (রা) কাঁধে তহবন্দ বেঁধে সালাত আদায় করেন। আর তাঁর কাপড় (জামা) আলনায় রক্ষিত ছিল। তখন তাঁকে এক ব্যক্তি বল্লঃ আপনি যে এক তহবন্দ পরে সালাত আদায় করলেন? তিনি উত্তরে বললেনঃ তোমার মত আহাম্মকদের দেখানর জন্য আমি এরুপ করেছি। রাসূলুল্লাহ (সঃ) –এর যুগে আমাদের মধ্যে কারই বা দু’টো কাপড় ছিল?



হাদিস ৩৪৬ মুতাররিফ আবূ মূসা’আব (র)……মুহাম্মদ ইবনুল মুনকাদির (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জাবির (রা)-কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেনঃ আমি নবী (সঃ) –কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি।



হাদিস ৩৪৭ ‘ উবায়দুল্লাহ ইবন মূসা (র)……’উমর ইবন আবূ সালামা (রা) থেকে বর্ণিত যে, নবী (সঃ) এক কাপড় পরে সালাত আদায় করলেন, আর তাঁর উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378863
১৯ অক্টোবর ২০১৬ রাত ১১:৫৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর লিখা মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইরান ।
378872
২০ অক্টোবর ২০১৬ সকাল ০৬:০৮
আকবার১ লিখেছেন :

চমৎকার লিখা মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইরান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File