বুখারী শরিফ: হাদিস নং ১১১-১১২;
লিখেছেন লিখেছেন saifu islam ২৫ জুলাই, ২০১৬, ০১:০৭:৫৭ দুপুর
হাদিস ১১১ মূসা (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী বলেছেনঃ ‘আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা উপনামে রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় রুপ ধারণ করতে পারে না। যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
★
হাদিস ১১২ মুহাম্মদ ইবন সালাম (র) আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ‘আলী (রা)- কে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেনঃ ‘না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর সেই বুদ্ধি ও বিবেক, যা একজন মুসলিমকে দান করা হয়। এ ছাড়া যা কিছু এ পত্রটিতে লেখা আছে।’ আবূ জুহায়ফা (রা) বলেন, আমি বললাম, এ পত্রটিতে কি আছে? তিনি বললেন, ‘দিয়াতের (আর্থির ক্ষতিপূরণ) ও বন্দী মুক্তির বিধান, আর এ বিধানটিও যে, ‘মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না।’
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন