বুখারী শরিফ : হাদিস নং ৯৯-১০১ ;
লিখেছেন লিখেছেন saifu islam ২৮ মে, ২০১৬, ০৫:৩৩:৩৫ বিকাল
হাদিস ৯৯ আবদুল ‘আযীয ইব্ন আবদুল্লাহ্ (র) ……… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (সাঃ)কে জিজ্ঞাসা করা হলঃ ইয়া রাসূলুল্লাহ্! কিয়ামতের দিন আপনার সাফা‘আত লাভে কে সবচাইতে বেশি ভগ্যবান হবে? রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, আবূ হুরায়রা! আমি ধারণা করেছিলাম, এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না। কারন আমি দেখেছি হাদীসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার সাফ‘আত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাহ্ (পূর্ণ কালেমা তাইয়েবা) বলে।
হাদিস ১০০ ‘আলা’ ইবন ‘আবদুল জব্বার (র)… আবদুল্লাহ্ ইবন দীনার (র)-এর সূত্রে বির্ণিত রিওয়ায়াতে উমর ইবন আবদুল- ‘আযীয (র)- এর উপরোক্ত হাদীসে ‘আলিমগণের বিদায় নেওয়া’ পির্যন্ত বর্ণিত আছে।
হাদিস ১০১ ইসমা‘ঈল ইবন ‘আবূ উওয়ায়স (র)…আবদুল্লাহ্ ইবন ‘আমর ইবনুল ‘আস (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না; বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোন আলিম বাকী থাকবে না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। ফিরাবরী (র) বলেন, আব্বাস (র)… হিশাম সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন