বুখারী শরিফঃ হাদিস নং ৯৪- ৯৬;
লিখেছেন লিখেছেন saifu islam ১৬ মে, ২০১৬, ০৭:০৩:০৯ সন্ধ্যা
হাদিস ৯৪ ‘আবদা (র) …….. আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) যখন সালাম করতেন, তিনবার সালাম করতেন। আর যখন কোন কথা বলতেন তা তিনবার বলতেন।
★
হাদিস ৯৫ ‘আবদা ইব্ন ‘আবদুল্লাহ্ (র) ……… আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) যখন কোন কথা বলতেন তখন তা তিনবার বলতেন যাতে তা বুঝে নেওয়া যায়। আর যখন কোন কওমের নিকট এসে সালাম করতেন, তাদের প্রতি তিনবার সালাম করতেন।
★
হাদিস ৯৬ মুসাদ্দাদ (র) ……… আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ্ (সাঃ) পেছনে রয়ে গেলেন। এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছলেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরী হয়ে গিয়েছিল। আমরা ওযূ করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) উচ্চস্বরে ঘোষণা দিলেনঃ ‘পায়ের গোড়ালী শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।’ তিনি একথা দু’বার কিংবা তিনবার বললেন।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম),
কোন বিষয়ের গুরুত্ব বুঝাতে ও তিন বার বলতেন।
জাঝাক আল্লাহ খাইরান।
السلام عليكم ورحمة الله وبركاته
السلام عليكم ورحمة الله وبركاته
এইবার জবাব দিতে দিতে গিয়ে মইরা যান, তাইলে আর আধ-মরা জান নিয়ে কই মাছের মত, ডাঙায় পড়ে লেঙ্গুর বাইড়া বাইড়ি করতে হপে না।
আর সালাম দিবো না ত কি বকা দিব নাকি,
একটা বকা অবশ্য ইদানিং শিখেছি, কিন্তু
সেটা জামাই শুনে খুওব মজা পায়,
তাই অন্য কাউকে দিবার চিন্তায় নাই।।
মন্তব্য করতে লগইন করুন