বুখারী শরিফঃ হাদিস নং ৮৮;

লিখেছেন লিখেছেন saifu islam ০৩ মে, ২০১৬, ১০:৫৯:৩১ রাত

হাদিস ৮৮ মুহাম্মদ ইব্ন মুকাতিল আবুল হাসান (র) ……….. উকবা ইব্নুল হারিস (রা) বর্ণনা করেন, তিনি আবূ ইহাব ইব্ন আযীয (র)-এর কন্যাকে বিবাহ করলে তাঁর কাছে একজন স্ত্রীলোক এসে বলল, আমি উকবা (রা)-কে এবং সে যাকে বিয়ে করেছে তাকে (আবূ ইহাবের কন্যাকে) দুধ পান করিয়েছি। উকবা (রা) তাকে বললেনঃ আমি জানি না যে, তুমি আমাকে দুধ পান করিয়েছ। আর (ইতিপূর্বে) তুমি আমাকে একথা জানাও নি। এরপর তিনি মদীনায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? এরপর উকবা তাঁর স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367950
০৪ মে ২০১৬ সকাল ১১:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
আজকাল কি আর এইসব দুধ ভাই-বোন রাসূলের সেই নির্দেশ মেইনটেইন করে!
367982
০৪ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
saifu islam লিখেছেন : দুধ ভাই তো দুধ বোনকে বিয়ে করা হারাম মানতেই হবে। যারা মানেনা ওরাতো কাওকেই মানবে না। আরো দেখা যায় যেগুলি মানার দরকার নাই তা গুরুত্ব দিয়ে মানে। এই হলো আমাদের সমাজ সব না জানার কারনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File