বুখারী শরিফঃহাদিস নং ৭৮;

লিখেছেন লিখেছেন saifu islam ২১ এপ্রিল, ২০১৬, ০৯:১৩:১২ রাত



হাদিস ৭৮ হিম্স নগরের কাযী আবুল কাসিম খালিদ ইব্ন খালীয়ি (র) ……… ইব্ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইব্ন কায়স ইব্ন আল ফাযারী মূসা (আ) এর সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উবাঈ ইব্ন কা’ব (রা) তাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইব্ন ‘আব্বাস (রা) তাঁকে ডেকে বললেনঃ আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মূসা (আ) এর সেই সঙ্গীর ব্যাপারে যাঁর সাথে সাক্ষাত করার জন্য মূসা (আ) আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন—আপনি কি নবী (সাঃ) কে তাঁর সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাঈ (রা) বললেন, হাঁ, আমি নবী (সাঃ)কে বলতে শুনেছি, একবার মূসা (আ) বনী ইসরাঈলের কোন এক মজলিসে হাজির ছিলেন। তখন তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, ‘আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি?’ মূসা (আ) বললেন, ‘না।’ তখন আল্লাহ তা’আলা মূসা (আ) এর কাছে ওহী পাঠালেনঃ হাঁ, আমার বান্দা খিযর।’ অতঃপর মূসা (আ) তাঁর সাথে সাক্ষাত করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তা’আলা মাছকে তার জ্ন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাঁকে বলা হল, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে। কারন, কিছুক্ষনের মধ্যেই তুমি তাঁর সাক্ষাত পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের অনুসরন করতে লাগলেন। যা হোক, মূসা (আ) কে তাঁর সঙ্গী যুবক বললেন, (কুরআণ মজীদের ভাষায়ঃ) “আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা (বলতে) ভুলে গিয়েছিলাম। শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল।” (১৮:৬৩)।…মূসা বললেনঃ “আমরা সে স্থানটির অনুসন্ধান করছিলাম। (১৮:৬৪) তারপর তাঁরা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তাঁর খিযর (আ)-কে পেয়ে গেলেন। তাঁদের (পরবর্তী) ঘটনা আল্লাহ তা’আলা তাঁর কিতাবে বর্ণনা করেছেন।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366733
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
আপনার পোস্টগুলো কি স্বয়ংক্রিয় পোস্ট? পোস্ট হয়, মন্তব্য হয়, কিন্তু আপনি পোস্ট দিয়েই চুপসে যান!
366740
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০১
saifu islam লিখেছেন : এখানে প্রতি মন্তব্য করার কিছু নাই, মোবারক বাদ সবাইকে যারা পড়ছেন জানার উদ্দেশ্যে।
366754
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:২৭
আব্দুল জব্বার খান লিখেছেন : সুবহানাল্লাহ।
366825
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
saifu islam লিখেছেন : নিয়মিত হাদিস পড়ার জন্য মোবারকবাদ সবাইকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File