বুখারী শরিফ: হাদিস নং ৪৫;

লিখেছেন লিখেছেন saifu islam ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৩১:৫৯ বিকাল

হাদিস ৪৫ আহমদ ইব্ন ‘আবদুল্লাহ্ ইব্ন ‘আলী আল-মানজূফী (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোন মুসলমানের জানাযায় অনুগমন করে এবং তার সালাত-ই জানাযা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে দুই কীরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কীরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু জানাযা আদায় করে, তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফিরবে। ‘উসমান আল-মুয়ায্যিন (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী করীম (সাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360815
২৯ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
360822
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
আফরা লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
360825
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১১
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর হাদীস দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা পীর ধরা ফরজ এবিষয়ে কোন হাদীস থাকলে জানাবেন।
360855
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান
360882
০১ মার্চ ২০১৬ সকাল ১০:৩৫
saifu islam লিখেছেন : আমি ধারা বাহিক সরাসরি বুখারী শরিফ থেকে দিয়ে যাচ্ছি পড়তে থাকুন। ইনশা আললাহ পাইলে দেব তবে পীড় -মুরিদ এগুলি নাই কোরআন হাদিসে আমার জানামতে, বাইয়াত আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File