বুখারী শরিফ: হাদিস নং ৪৪ ;

লিখেছেন লিখেছেন saifu islam ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩২:১০ দুপুর



৪৪ ইসমা’ঈল (রঃ) ………. তালহা ইব্ন উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়ায শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল, আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল। রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ ‘দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাত।’ সে বলল, ‘আমার উপর এ ছাড়া আরো সালাত আছে?’ তিনি বললেনঃ ‘না, তবে নফল আদায় করতে পার।’ রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ ‘আর রমযানের সিয়াম।’ সে বলল, ‘আমার উপর এ ছাড়া আরো সওম আছে?’ তিনি বললেনঃ ‘না, তবে নফল আদায় করতে পার।’ বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সাঃ) তার কাছে যাকাতের কথা বললেন। সে বলল, ‘আমার ওপর এ ছাড়া আরো দেয় আছে?’ তিনি বললেনঃ ‘না, তবে নফল হিসেবে দিতে পার।’ বর্ণনাকারী বলেন, ‘সে ব্যক্তি এই বলে চলে গেলেন, ‘আল্লাহর কসম! আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না।’ তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ ‘সে সফলকাম হবে যদি সত্য বলে থাকে।’

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360684
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৯
আফরা লিখেছেন : আল্লাহ কখনো মানুষের উপর কখনো জুলুম করে না । আল্লাহ নিশেধ করা মানে পাপ থেকে বিরত থেকে ও কাজগুলো করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে । তবে নফল কিছু করা ভাল মানুষ হিসাবে আমাদের কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় ।

ঝাজাকাল্লাহ খায়ের ।
360708
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো ধন্যবাদ।
360709
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো ধন্যবাদ।
360741
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
360812
২৯ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৭
saifu islam লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File