বুখারী শরিফ : হাদিস নং ৪২;
লিখেছেন লিখেছেন saifu islam ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৫:২৪ দুপুর
হাদিস ৪২ মুসলিম ইব্ন ইবরাহীম (রঃ) ………. আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন, নবী (সাঃ) ইরশাদ করেন যে, ‘লা-ইলাহা ইল্লাহ্ বলবে আর তার অন্তরে একটি যব পরিমানও নেকী থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবূ ‘আবদুল্লাহ্ মুখারী (র) বলেন, আবান (রাঃ) ……. কাতাদা (রঃ) ……. আনাস (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেকী — এর স্থলে ‘ঈমান’ শব্দটি রিওয়ায়ত করেছেন।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খায়ের ।
হাদীসের সাথে একটু ব্যাখ্যা বিশ্লেষণ থাকলে ভালো হতো।
মন্তব্য করতে লগইন করুন