বুখারী শরিফ: হাদিস নং ২৯;

লিখেছেন লিখেছেন saifu islam ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৪৬:০৯ বিকাল

হাদিস ২৯ ‘আবদুর রহমান ইব্নুল মুবারক (রঃ) ………. আহনাফ ইব্ন কায়স (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (সিফফীনের যুদ্ধে) এ ব্যক্তিকে [আলী (রাঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবূ বাকরা (রা)-এর সাথে আমার সাক্ষাত হলে তিনি বললেনঃ ‘তুমি কোথায় যাচ্ছে?’ আমি বললাম, ‘আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি।’ তিনি বললেনঃ ‘ফিরে যাও। কারন আমি রাসূলুল্লাহ (সাঃ)কে বলতে শুনেছি যে, দু’জন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে।’ আমি বললাম, ‘ইয়া রাসূলুল্লাহ! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, (নিশ্চয়ই) সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।’

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358860
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৫
চেতনাবিলাস লিখেছেন : হাদীস শেয়ার করার জন্য ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File