আদর্শিক ভাবে সফল নিজামী সাহেব।

লিখেছেন লিখেছেন saifu islam ০৭ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৪:৩৮ রাত

কি করছেন নিজামীর সন্তানেরা?চার ছেলে এবং দুই মেয়ে সহ মোট ছয়সন্তানের জনক নিজামী। ছোট ছেলেনাদিম তালহা এখনো ছাত্র হলেওবাকিপাঁচ সন্তানই প্রতিষ্ঠিত।নিজামীর সন্তানদের পরিচয় তুলে ধরাহলো:সন্তানদের মধ্যে সবার বড় মেয়েমোহসিনাফাতেমা। তিনি পড়াশোনা শেষ করেবর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামীবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আরমোহসিনা ফাতেমার স্বামীসাইফুল্লাহমানসুর বিএনপি-জামায়াত জোটসরকারেরসময় বিটিভির সংবাদ পাঠক ছিলেন।তবেমহাজোট সরকার ক্ষমাতায় আসার পরতিনিআর সুবিধা করতে পারেননি। বর্তমানেঢাকার একটি বেসরকারি কলেজেশিক্ষকতা করছেন তিনি।বড় ছেলে ড. নাকিবুর রহমান পড়ালেখাকরেছেন মালয়েশিয়ার আন্তজার্তিকইসলামী বিশ্ববিদ্যালয়ে।বর্তমানেযুক্তরাষ্ট্রের নর্থ করোলিনাইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোইআছেনতিনি। তবে দূরে থাকলেও দেশ বাদেশেররাজনীতি নিয়ে ভার্চুয়াল জগতেসর্বদাইব্যস্ত তিনি ।দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিবমোমেন। রাবেয়া ভূঁইয়া একাডেমীতেআইনবিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডনগিয়েবার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নিজামীর এই ছেলে তামিরুলমিল্লাত মাদ্রাসা থেকেও কামিলপাশকরেছেন। ছেলেদের মধ্যে কেবলনাজিবমোমেনই দেশে অবস্থান করছেন। তিনিবর্তমানে হাইকোর্টে আইন পেশায়নিয়োজিত রয়েছেন।ডা. নাইমুর রহমান খালেদ। তিনিনিজামীরতৃতীয় ছেলে। পড়াশোনা করেছেনপাকিস্থানের একটি মেডিক্যালবিশ্ববিদ্যালয়ে।বর্তমানেঅস্টেলিয়ায়চিকিৎসক হিসেবে কর্মরত। চিকিৎসাসেবায় তিনি বেশ মনযোগী হওয়ায়দেশ বাদেশের রাজনীতি নিয়ে কোন মাথাব্যথানেই তার। ব্যস্ত শুধু নিজেকে নিয়েই।ছোট ছেলে নাদিম তালহামালয়েশিয়াআন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েঅর্থনীতিতে পড়ালেখা করছেন।নিজামীরএই ছেলেই কেবল ছাত্রজীবনে রয়েছেন।তবে এখনো ছাত্র হলেও ট্রাইব্যুনালেরবিচারিক কার্যক্রমে রয়েছে তারব্যাপকবিরোধিতা। প্রায়ই সামাজিকযোগাযোগের মাধ্যম ফেইসবুকেট্রাইব্যুনালবিরোধী বিভিন্নপ্রচারণাচালিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষকরেবর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতাকরেন। ছোট মেয়ের স্বামীব্যারিস্টারনজরুল ইসলাম। তিনি এক সময় শিবিরেরসেক্রেটারি ছিলেন। নজরুল ইসলামবর্তমানে লন্ডনে আইন পেশায়নিয়োজিতরয়েছেন।নিজামীর স্ত্রী সামসুন্নাহারনিজামীওপিছিয়ে নেই। তিনি গুলশানে অবস্থিতইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ডকলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকরছেন। একই সঙ্গে জামায়াতের নারীশাখার নেত্রীও তিনি।

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356419
০৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
356423
০৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:১৩
অপি বাইদান লিখেছেন : কাদের মোল্লা, কামরুজ্জামান, মুজা, সাকা এরা সবাই যখন ফাঁসির দড়িতে ঝুলে শহীদি তামান্না অর্জনের মাধ্যমে বেহেস্তের সনদ নিশ্চিত করেছেন। ঠিক তখন নিজামী সাহেব ভুল বুঝতে পেরেছেন। তিনি অযথাই কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করছেন। তিনি ফাঁসির রশিতে ঝুলে মরে শহিদী তামান্নার চেয়ে বেঁচে থাকা অনেক উত্তম মনে করেন (নিজে বাঁচলে বাপের নাম)। এ জন্যই তিনি রিভিউ পিটিশন করবেন।
০৮ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:২৯
295926
শেখের পোলা লিখেছেন : রিভিউ করবেন বাঁচার জন্য নয়, আপনাদের মিথ্যার দৌড় দেখার জন্য৷
356474
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
saifu islam লিখেছেন : অপি বাইদান আপনার বিভিন্ন লিখা থেকে বুঝতে পেরেছি আপনি অনেক জ্ঞান রাখেন, যা আপনার ভাল লাগেনা অর্থাৎ ইসলাম সে সম্পর্কে অনেক জানা আছে। জানিনা আপনার জন্মগত ধর্ম কি এর পরও বলব এই জ্ঞানকে সঠিক কাজপ লাগালে ভাল হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File