গড়ীব-দুঃখীদের জন্য শীতের আগাম বার্তা মানেই হলো কষ্টের পাহাড়..!!
লিখেছেন লিখেছেন saifu islam ০৪ নভেম্বর, ২০১৫, ১০:৫১:৩১ রাত
কার্তিকের শেষ ভাগে কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসরা আগাম বার্তা.!!
দূর্বাঘাসে পড়ছে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু শিশির কনা.!!
ধান বা কচু পাতায় জমাট বাঁধছে কুয়াশা.!
গ্রামে বা শহরের রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠার দোকান আর খেঁজুরের গাছ থেকে গাছিদের রস সংগ্রহ সব মিলিয়ে ফাঠাফাঠি এক শীতির সকাল.!!
শেষ বিকেল থেকে ভোর পর্যন্ত কুয়াশা আমাদের এখানে না ঝরলেও ঝরা শুরূ করে দিয়েছে উত্তরাঞ্চলে.!!
কারো কারো জন্য শীত উপভোগ্য হলেও আমাদের মতো গরীব-দুস্থ ও খেটে খাওয়া মানুষদের জন্য শীতের আভাস
দিচ্ছে কষ্ট আর দুর্ভোগের.!!
স্বচ্ছল পরিবারের সদস্যরা যখন হেমন্তের শীতল হাওয়া মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে,তখন ঝুপড়ি, বস্তি, বাধ
বা চরাঞ্চলে কোন মতো মাথা গুজে থাকা গরীব-দুঃখী মানুষদের কাছে শীত মানে কষ্টের পাহাড়.!!
কে দাঁড়াবে এই হাড় কাঁপানো শীতে গড়ীব-দুঃখীদের পাশে??
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন