অতপর তুমি জানলে
লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ৩০ অক্টোবর, ২০১৫, ১০:৫৭:৩৪ রাত
আমি চাইনি তোমার হাতে একটি লাল গোলাপ
ধরিয়ে দিয়ে বলবো আই লাভ ইউ,
আমি চাইনি ঘুর ঘুর করবো তোমার পিছু পিছু
আমি চাইনি পার্কে গিয়ে তোমার সামনে গিয়ে
দাড়িয়ে বলবো এ জীবন অনলী ফর ইউ।
.
আমি চাইনি দুজনে এক রিক্সায় চলতে চলতে
মধুর মধুর প্রেমালাপ করতে
আমি চাইনি পুকুর পাড়ে বসে গল্প করতে হাতে রেখে হাত
অযথা বকবক করে কাটিয়ে দিতে সারা রাত।
.
আমি চেয়েছিলাম নিরবে তোমায় খুব ভালোবাসতে
মনের অানন্দে একা একা নিবিড়ে প্রাণ খুলে হাসতে
আমি চেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে তোমায় দেখতে
মনের মাঝে রঙ্গিন করে তোমার ছবি আঁকতে।
.
আমি চেয়েছিলাম শুধু তুমি যেন জানো
একজন মানুষ তোমায় খুব ভালোবাসে
সে তোমার দু:খে কাদে, তোমার সুখে হাসে।
.
তোমাকে সে কোন দিনও মুখ খুলে বলতে না
তার অব্যক্ত ভালোবাসার কথা
তোমাই বুঝে নিতে হবে তার মনের ব্যাথা।
.
বহু প্রতিক্ষার পর পূর্ণ হলো আমার আশা
সফল হলো অব্যক্ত ভালোবাসা
আমি তোমাকে ভালোবাসি অবশেষে তুমি জানলে।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের পর ভাবীকে উপহার দিবেন কবিতাটি
মন্তব্য করতে লগইন করুন