ব্লগারদের অবদান এবং আমার আশা
লিখেছেন লিখেছেন ব্লগার ছোট ভাইয়া ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০১:১৬ রাত
আজ কয়েকটি অন লাইন পত্রিকায় হজ বিষয়ক বেশ কিছু নিউজ দেখলাম। যে বিষয়টি দেখে খুব আনন্দ হলাম তা হলো এই নিউজগুলো যারা লিখেছে তারা অধিকাংশই এক সময়ের ব্লগার। এক একজন ব্লগারের লেখা জাতীয় অনলাইন ম্যাগাজিনে প্রধান শিরোনাম হচ্ছে দেখে খুব ভালো লাগলো।
আমি একজন ব্লগার হিসেবে নিজেকে ধন্য মনে করি। যদিও একজন নতুন ব্লগার হিসেবে অামার লেখার হাত কাচা তবে অামিও অাশা করি আমি একদিন খুব ভালো লেখবো।
আমি নতুন ব্লগার বিধায় আমার লেখা প্রথম পাতায় স্থান পায় না তাই অন্য ব্লগারদের মন্তব্য পাই না এবং আমি নিজেও অন্যের ব্লগে মন্তব্য করতে পারি না। প্রিয় মডারেটর ভাইয়ের নিকট আমার অনুরোধ আমাকে প্রথম পাতায় অনুমতি দিন। অন্যের ব্লগে মন্তব্য করার সুযোগ দিন।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম প্রথম আমিই জানালাম৷
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য
মন্তব্য করতে লগইন করুন