আগে নিজেদের ইন্টারনেটের চাহিদা পুরণ না রপ্তানী?

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৩:০৪ রাত





২০০৯ সালে যখন দেশ ছাড়ি তখন আমরা কেউ যদি সেকেন্ড ৩২ হতে ৬৪ কিলোবাইটস/সেকেন্ড ইন্টারনেটের স্পীড পেতাম তো নিজেদের ভাগ্যবান মনে করতাম। ঐ সময় গড়পড়তায় নেট ব্যাবহারকারীরা ১৬ কেবিপিএস পেত। তবুও ডিজিটাল বাংলাদেশ বলে ক্ষমতায় আসা হাসিনার সরকারের শ্লোগানে ভেবেছিলাম যে ২০১০ সালে এই স্পীড অন্ততপক্ষে ৬৪ কেবিপিএস হবে। কিন্তু ২০১১ সালে এসে দেখি এই অবস্থা;



http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/28988445

উপরে ব্লগার গ্রীণলাভার ভাই সম্ভবত ঢাকায় থাকেন। আর অন্যদিকে ঢাকার বাইরে অবস্থা আরো করুণ ছিল ঐ সময়। নিম্নের কমেন্ট লক্ষ্যণীয় যেখানে ব্লগার তুহিন ভাই যশোরে থাকেন (২০১২ সাল);



http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29361098

তারপরেও আজকে তিন বছর পর এই ২০১৫তে বেশ খোজ নিয়ে দেখলাম স্পীড অনেক বাড়ছে। এটা শুনে ভালই লাগল। ঢাকায় বেশ কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম মাসে ৭০০ হতে ১০০০ টাকার মধ্যে নিম্নে ৩০০ কিলোবাইটস হতে ১ মেগাবাইটস স্পীড পায়। এটা অবশ্যই অনেক উন্নতি। তবে ঢাকার বাইরে কি খবর সেটা জানা আমার জন্য একটু দুস্কর। কিন্তু কয়েকদিন আগে নিম্নের এই খবরটা দেখে মনটা চুপসে গেল;

[sb]ব্রডব্যান্ড রফতানিতে বেশি নজর সরকারের[/sb]

http://www.amadershomoys.com/newsite/2015/09/22/403116.htm

এই রিপোর্টে দেখা যায় আমাদের একমাত্র সাবমেরিন ক্যাবলের ২০০ গিগাবাইটস/সেঃ ডেটা আদান প্রদান ক্ষমতার মাত্র ৩২ জিবিপিএস ব্যাবহৃত হচ্ছে। এখন বর্তমানে দেশের মাত্র ৯.৬% জনগণ ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যাবহার করে। এটা অত্যন্ত অপ্রতুল। যদি নিজ দেশের আগ্রহী ও সামর্থ্যবান সবাই ইন্টারনেট ব্যাবহার না করতে পারে তবে কেন সরকার রপ্তানীর জন্য এত উদগ্রীব? সিংহভাগ মানুষকে সর্বক্ষণিক ইন্টারনেট ব্যাবহার হতে বঞ্চিত রেখে কিভাবে ডিজিটাল বাংলাদেশ সম্ভব?

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343736
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রপ্তানি তে যে কমিশন আছে আভ্যন্তরিন ব্যবহারে নাই।
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৪
285165
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : বাকশালীরা চায় মানুষের কন্ঠরোধ করতে। ইন্টারনেট এখন গণমাধ্যমের চেয়ে কোন অংশে কম শক্তিশালী নয়।

ধন্যবাদ সবুজ ভাই।
343770
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আমাদের গ্রামে নেট এত যে ধীর গতির তা বলে বুঝানো যাবে না। এখনো সেই টুজি। নেট টু মোবাইল বা নেট টু নেট কথা পর্যন্ত বুঝা যায় না। ভিডিও কলের আশা এখনো সুদূরপরাহত।
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৪
285251
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : হাবিবুল্লাহ ভাই তথ্যের জন্য ধন্যবাদ যদিও দুঃখজনক যে ধীরগতির নেট স্পীড!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File