___ Sorry! গাইনি বিশেষজ্ঞ ___

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৭:২৯ রাত

.

বিষয়টা হইলো সিজার ও নরমাল ডেলিভারি নিয়া! আপনি কখনও শুনছেন হলিউড বলিউডের কোনো নায়িকার সিজার কইরা বাচ্চা হইছে? আত্মীয় বন্ধু যারা ইউরোপ আমেরিকায় বউ নিয়া থাকে তাদের বউয়েরও সিজারে বাচ্চা হইছে শুনি নাই। ওদের বাচ্চা হইবার আগে গাইনি ডাক্তার আত্মা শুকানো ভয় দেখাইয়া বলে নাই পানি শুকায়া গেছে! নুচাল কর্ড (নার) প্যাঁচায়া গেছে! পজিশন উল্টায়া গেছে! বিশ্বের কোথাও দাঁড় করানো অজুহাতে পেট কাইট্টা বাচ্চা বের করেনা।

.

অনলি বাংলাদেশে বাচ্চা জন্ম দিতে গেলে গাইনি ডাক্তারদের হাজারও অজুহাত! আপনেরে এমুনসব ভয় দেখাইবো যে, অনাগত বাচ্চার সামনেই কাল্পনিক কাঠগড়ায় দাঁড় করায়া দিবো! কইবো এ মুহুর্তে সিজার না করলে বাচ্চা বাঁচানো যাবেনা। দায় দায়িত্ব আপনার! এছাড়াও ডেলিভারি পেইন নিয়া ক্লিনিকে যাইবেন তো দিবো একটা ইঞ্জেকশন হান্দাইয়া। ব্যাথা শেষ! এইবার এ অজুহাতেও পেট কাটো!!

.

এখন ত আবার গাইনিওয়ালারা অজুহাতও দেখায় না। ডাইরেক্ট বইলা দেয় আমি নরমাল ডেলিভারি করাই না! কী আজব দেশ রে ভাই! এত সিজার ডেলিভারি বিশ্বের আর কোনো দেশে হয় কি?? অনেক মায়েরাও কম যায় না! আগেই চুজ কইরা ফালায় সিজারে বাচ্চা নিবে। একটুও কষ্ট সহ্য করবে না! এটা আরেক ফ্যাশন, ইস্টাইল!!

.

আজব এই দেশ! জন্ম নিয়ন্ত্রণ, শিক্ষার হার, বৃক্ষ রোপন, টিকা দান, শিশুমৃত্যু হার রোধ এসব কিছুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ মার্ক পাইলেও সিজার ডেলিভারি নিয়া লাল দাগ খাইয়া বইসা আছে অনেক বছর।সরকার কিন্তু স্পিকটি নট!!! স্বঘোষিত নরমাল ডেলিভারি না করনেওয়ালা গাইনি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ওয়াজিব হয়া গেছে।

.

এক বন্ধুর কাছে শুনলাম আমেরিকাতে নাকি বাইশ ঘন্টা ডেলিভারি পেইনের পরেও ডাক্তার সিজার করে নাই। সুস্থ বাচ্চা হইছিল, মাও সুস্থ ছিল।

.

আমার পরিচিত এক গাইনি ডাক্তার (MBBS, DGO) পঁচানব্বই ভাগ নরমাল ডেলিভারি করাইতো বিধায় কোনো ক্লিনিক তারে নিতে চায় না। এই ডাক্তার এ ক্লিনিক ওই ক্লিনিক এ জেলা ওই জেলা ঘুইরা ঢাকার মিরপুরের এক অখ্যাত ক্লিনিকে থিতু হইছে। আমার কন্যার ডেলিভারি কিন্তু এ ডাক্তারের হাতেই হইছিল। নরমাল। সেকেন্ডবার বউরে আরও বড় ডাক্তার দেখাইলাম (MBBS, FCPS)। অজুহাত দেখাইয়া, ভয় দেখাইয়া পেট কাইটা দিলো!! -Winking

.

এইবার আরেকটা সত্য ঘটনা (তাও ফেনীবাসি ডাক্তার বন্ধুর কাছে শোনা) বলি, ফেনীতে এক গর্ভবতী মহিলা প্রসব বেদনা নিয়া ক্লিনিকে ভর্তি হইছে। নার্সরা সাথে সাথে ওটিতে নিয়া গেছে এবং গাইনি ডাক্তাররে ফোন দিছে। ডাক্তার ফোনে কয়েকটা ইঞ্জেকশন দিতে নির্দেশনা দিয়ে জাস্ট দশ মিনিটের মধ্যে আইসা সিজার করবো বইলা ফোন রাইখা দেয়। নার্স নীচে যায় ইঞ্জেকশনের জন্য, ডাক্তারও দশ মিনিটের মধ্যে পৌঁছায়া দেখে নার্স ইঞ্জেকশন পুশ করার আগেই বাচ্চা নরমাল ডেলিভারি হয়া গেছে! ডাক্তারের গেছে মিজাজ খারাপ হইয়া! নার্সদের সে কী বকাবকি! এই বাচ্চা হইলো কেমনে? তোমরা কী করছিলা? আমার চুল (হিন্দি) ফালাইতেছিলা? দশটা মিনিট স্টপ করাইতে পারছিলা না?? আমার চুলের (হিন্দি) নার্সগিরি করো.......!!!!!!!!!!!!!

.

কই যাই, কই যাইবেন??

সংগৃহীত

বিষয়: বিবিধ

২৪১৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343752
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৫
285188
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
343754
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৪
আবু জান্নাত লিখেছেন : ভাইরে, দুনিয়াটা পুরাই বিজনেস। অন্যের জানমাল যাক, তাতে কি! আমার পকেট ভারী হইলেই হল।
আমার মনে হয়, মুসলিমদের জন্মের হার কমানোর জন্য এটা কোন চক্রান্ত কি না, ভেবে দেখার সময় এসেছে।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
285191
দ্য স্লেভ লিখেছেন : মুসলিমদের জন্মহার কমাতে জন্ম নিয়ন্ত্রন পদ্দতি সাপ্লাই করা হয়েছে,পরিবার পরিকল্পনার কথাও এসেছে কিন্তু এইটা ভিন্ন কেস। এখানে বাঙ্গালীর নগ্ন ব্যবসার কারনেই এটা হচ্ছে
343759
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিপরীত কাহিনী বলি-

নর্মাল ডেলিভারীর পরেও কিন্তু কোন সমস্যা হলে লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এসে ক্লিনিক ভাংবেন
মামলা করে ক্লিনিকে লালবাতি জ্বালাবেন
ডাক্তারকে লালদালানের শ্বশুরবাড়ী পাঠাবেন-
আরো কত্তো কী!!!

অথচ সিজার করলে-
পেট কাটা যাবে আপনার,
বিলও দিবেন আপনি,
কষ্টও পাবেন আপনি,
বাচ্চার মালিকও আপনি-

সুতরাং
আমার এতো ঝামেলার কাম কী??

পেট কেটে বাচ্চা বের করে আনলে আপনার হাত-পা বান্ধা, নট নড়ন-চড়ন!!

****
দেশের আইন-শাসন-সমাজব্যবস্থার অব্যবস্থার মাঝে শুধু ডাক্তারের দোষ দেয়া অবিচার হবে!!

গোড়ায় পরিবর্তন প্রয়োজন- তাহলে আগায়ও ঠিক হয়ে যাবে!!
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৯
285192
দ্য স্লেভ লিখেছেন : সবদিকেই সমসা আছে্ তবে মধ্যম মানের অধিকাংশ হাসপাতাল ক্লিনিক মালিক ব্যবসাটা এভাবে করতে চায়। এবরশন,গাইনী বিষয়ে তাদের আয় অনেক। এমনকি এ্যাপোলোর মত বিশাল হাসপাতালের এই দূর্নাম অঅছে
343765
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : গোড়ায় পরিবর্তন প্রয়োজন- তাহলে আগায়ও ঠিক হয়ে যাবে!!
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৯
285193
দ্য স্লেভ লিখেছেন : জি এটা সিস্টেমের সমস্যা
343769
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৩
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৯
285194
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
343784
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : দেশ এখন উন্নত। এখনও সেই মানধাত্তা আমলের ডেলিভারী চাইলে মানায়না৷ এখন ডাক্তার দের স্ট্যাটাস মেইনটেন করতে অনেক টাকা লাগে৷ তাদের পরবর্তী পদক্ষেপ হবে বাচ্চার সাথে অন্ততঃ একটি কিডনী ডেলিভারী করা৷ সাবধান হন৷
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০০
285195
দ্য স্লেভ লিখেছেন : হুমম সেটাই দেখছি। চিকিৎস্যা নিয়ে ব্যপক সমস্যা। ভালো চিকিৎস্যাও হচ্ছে। কিন্তু বেশীরভাগ সমস্যাজনক
343790
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫০
হতভাগা লিখেছেন : শারিরীক যত পেইন আছে তার মধ্যে

১নং হচ্ছে দাঁতের ব্যথা ,
২য় তে আছে প্রসব বেদনা এবং
৩য় তে হার্ট আ্যটাকের ব্যথা ।

আগে নরমাল ডেলিভারীই হত বেশী , কঠিন হলে হত ফোরসেপ ডেলিভারী । এটা খুবই ভয়ংকর ও বিদঘুটে একটা ম্যাথড । এটা এখন বাতিল হয়ে গেছে ।

আগে কোন উপায় ছিল না বিধায় মায়েরা প্রসব বেদনা সহ্য করতেন ।

সিজারে পেইন ওঠার আগেই ডেলিভারী করে ফেলা হয় বলে এটাই এখন নরমাল ডেলিভারীতে পরিনত হয়েছে ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০১
285196
দ্য স্লেভ লিখেছেন : হাহাহা...১ নং এ দাতের ব্যাথা ক্যামনে ???
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
285210
হতভাগা লিখেছেন : এতে নার্ভ এনট্রাপমেন্ট হয়ে কমপ্রেসড হয় । যার দাঁতের ব্যথা হয়েছে সে এটা ভালই বুঝে।
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫০
285256
আফরা লিখেছেন : ...১ নং এ দাতের ব্যাথা ক্যামনে ??? পন্ডিত এটা এখন ও জানেন না ??

তাহলে শুনেন দাতের ব্যাথা এত মারাত্বক সংসার ভাংলেও মানুষ এত এত কষ্ট পায় না ।
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৪
285293
দ্য স্লেভ লিখেছেন : তাই নাকি ?? আল্লাহ যেন কোনো ব্যাথাই না দেন।
343818
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গত দুই বছর এর মধ্যে বোধহয় দুইটা নরমাল ডেলিভারির কথা শুনছি। আজকাল এর নারি রাও নরমাল ডেলিভারি কে ভয় পায়। স্বাভাবিক ভাবেই যে মা সন্তান জন্ম দিতে ভয় পায় সেই মা এর প্রতি সন্তানদের সন্মান ও কম থাকে।
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৫
285294
দ্য স্লেভ লিখেছেন : জি বিয়ের আগেই নানানভাবে তাদেরকে ভীত করা হয় প্রসব বেদনার বিষয়ে। এ কারনে তারা সার্জারীর চিন্তা করে।
343860
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
আফরা লিখেছেন : ইউরোপ আমেরিকায় -- আবার মানুষকে বেশী কষ্ট দেয় এখনো শুনি নাই কেউ প্রসব ব্যাথা নিয়ে গিয়ে প্রথমবারেই হাসপাতালে ভর্তি হতে পেরেছে । কাউকে এক বার ফেরত পাঠায় আবার কাউকে ২/৩ বার ও ফেরত পাঠিয়ে দেয় এখন বাচ্চা হবে না বলে ।
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৭
285295
দ্য স্লেভ লিখেছেন : জি, ইউরোপ,আমেরিকা,চায়না,অস্ট্রেরিয়া,আরবের ডাক্তার ও হাসপাতালগুলোর সুনাম আছে। তারাও ব্যবসা করে কিন্তু ডাকাত নয়। আমাদের দেশে অনেক ডাক্তার ভালো কিন্তু তাদের অধিকাংশ কর্তৃপক্ষ ভালো না। ফলে আমরা তাদের ভালো সার্ভিস পাইনা
১০
343868
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

দেশে চিকিৎসা ক্ষেত্রটা পুরোই ব্যবসা হয়ে গেছে! দেশের বাইরে আমরা দেখি ডাক্তারের কোন লাভ-লস নাই রোগীর নরমাল বা সিজার হলে তার একমাত্র দায়িত্ব রোগীর সেবা করা। আমাদের দেশে নরমাল বা সিজারের উপর ডাক্তারদের বেতন উঠা নামা করে!

সিস্টেম পরিবর্তন জরুরী! মানুষ বাধ্য হয়েই হাসপাতালে যায় আর এই দুর্ভোগের স্বীকার হয়!

শুকরিয়া!
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৯
285296
দ্য স্লেভ লিখেছেন : যদি এমন হত নরমাল ডেলিভারীতে সার্জারীর চেয়ে খরচ বেশী,তাহলে চিত্রটা ভিন্ন হতে পারত Happy
১১
343894
০১ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৮
ইবনে হাসেম লিখেছেন : কাহিনীর শেষে ফেনীর ডাক্তারের যে গল্পটি কইলেন, সেজন্য খুবই লজ্জা হইতেছে......
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৯
285297
দ্য স্লেভ লিখেছেন : লজ্জা হবে কেন ? গর্ব করেন, এখন তো অনেকেই হর্বে গর্ভবতী হচ্ছে এসব সাফল্যে
১২
343929
০১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বিষয়টা খুব দু:খজনক, মানুষের জীবনের চেয়েও খবিশদের কাছে টাকাটাই বেশি হয়ে গেল? ছোট কাল থেকেই দেখেছি, আমাদের এলাকায় যত শিশুর আগমন হয়েছে তার বেশির ভাগ শিশু দুনিয়াতে এসেছে আমাদের পাশের বাডির এক ফুফুর ফুফুর হাত ধরে, এমনকি আমি দুনিয়া তে আসতেও আমার মা কে হসপিটাল যেতে হয়নি !! ঐ মহিলার হাতে কোনো শিশু মারা গেছে এই রকম কোন রেকড ও নাই।
আসলে আমাদের দেশের এখনকার মহিলাদের বেশির ভাগ হসপিটালে শিশু ডেলিভারি করানোকে ফ্যাসন হিসেবে নিয়েছে....।
০১ অক্টোবর ২০১৫ রাত ১০:৫০
285360
দ্য স্লেভ লিখেছেন : আমিসহ আশপাশে প্রায় সকলেই এভাবে এসেছি। আমার দাদী এবং ফুফু ছিল এ কাজে দক্ষ। তাদের হাতে শত শত ডেলিভারী হয়েছে কিন্তু কেউ মরেনি
১৩
343937
০১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৯
পুস্পগন্ধা লিখেছেন :
দোষ যার ই হউক মাঝ খান থেকে যারা নরমাল ডেলিভারী করাতে চায় তারা ভুক্তভোগী হচ্ছেন.....
০১ অক্টোবর ২০১৫ রাত ১০:৫১
285361
দ্য স্লেভ লিখেছেন : এটাই তো সমস্যা। আমি চাই পুটির মা ১০/১২টা সন্তান দিক। সব যেন নরমাল ডেলিভারী হয়। দোয়া করেন
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৯
285646
পুস্পগন্ধা লিখেছেন : ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পুরণ হবে.....।Good Luck Good Luck Good Luck
১০/১২ টা সন্তান আপনার চারপাশ দিয়ে ঘুরাঘুরি করবে, হৈ-হোল্লর করবে, আপনার ঘাড়ে চড়বে, পিঠে চড়বে,আপনার কান ধরে টানবে..<:-P
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৫
285807
দ্য স্লেভ লিখেছেন : সেটাই তো চাই,এদিক সেদিক শুধু পুটি আর পুটি। আমি হব পুটিদের বাপ। অন্তত একটা ফুটবল টিম আমার চাই
১৪
344352
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমার ছেলেও সিজারে হয়েছে। ১৫ দিন আগে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বলে আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা অন্ত্রের সাথে পেঁচিয়ে আছে। আজই অপারেশন না করালে পরিস্থিতি খুবই জটিল হবে। কি আর করা! সেদিনই অপারেশন। আল্লাহ মালুম ডাক্তারের কথা ঠিক কিনা ।
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৬
285808
দ্য স্লেভ লিখেছেন : সব ভুয়া কথা। বেশীরভাগ ডাক্তার এখন টাকার লোভে এসব করছে। কারন সার্জারির একটা অংশ ডাক্তাররা পায়। ওভাবেই তাদের চুক্তি।
১৫
344585
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : যদি শুনে প্রবাসীর বউ তাহলে ত আর নিস্তার নাই।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০৫
286032
দ্য স্লেভ লিখেছেন : তাদের ভাষায় প্রবাসি মানেই হল কোটিপতি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File