তোমার স্মৃতি
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৫:১৬ সকাল
আজও কি আমায় মনে পরে ,
যেমন টা আগে পরত তোমার?
আজও কি আমার কথাগুলো,
তোমার কি মনে পরে যেমন টা আমার-
পরে তোমার কথা গুলো ?
আজও কি আমাকে দেওয়া তোমার-
স্মৃতি গুলো কি তোমায় ছুয়ে দেয় ?
যেমনটা আমাকে ছুয়ে দেয় প্রতিনিয়ত ।
আজও কি আমার এসএমএস গুলো পড়ে হাস তুমি ,
যেমনটা আমি হাসি পড়ে?
আজও কি আমার ফোনের অপেক্ষায় বসে থাক ?
যেমনটা আমি থাকি সারাদিন তোমার ফোনের অপেক্ষায়।
আজও কি আমায় আগের মত ভালোবাসো ?
যেমনটা ভালবাসি তোমায় আজও ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন