শিক্ষিত - অশিক্ষিত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:১২ সকাল
√ শিক্ষিত
--------------
আপনি পৃথিবীর শ্রেষ্ট শিক্ষিত মা কারণ আপনি আপনার সন্তানকে খাবারের পূর্বে বিসমিল্লাহ বলার শিক্ষা দিয়েছেন।
আপনি পৃথিবীর শ্রেষ্ট শিক্ষিত বাবা কারণ আপনি আপনার সন্তানকে দুই বেলা খাবারের সমতুল্য হলেও হালাল পথে উপার্জনের শিক্ষা দিয়েছেন।
X অশিক্ষিত
---------------
আপনি পৃথিবীর জগন্ন একজন অশিক্ষিত মা কারণ আপনি আপনার সন্তানকে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার শিক্ষা দিতে পারলেন না।
আপনি একজন জগন্ন অশিক্ষিত বাবা আপনার সন্তানকে হলাল উপায়ে সল্প টাকার হলেও উপার্জন করতে শিখাতে পারলেন না। উল্টো হারাম পথে সম্পদের পাহাড় বানাতে সহায়তা করতেছেন।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন