ইংরেজরাও নাকি নিরামিষাশী হন
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৭:৫০ সকাল
ইংরেজরাও নাকি নিরামিষাশী হন, এই লেখাটা পড়ে আমার তাই মনে হল ৷
ইংরেজদের কোনো উৎসব চলছিল এবং তার অঙ্গ অনুযায়ী, তাদের এক মাস নিরামিষ ভোজনের নিয়ম চলছিল ৷
কোনো এক ইংরেজ কোলোনিতে একজন পাঞ্জাবী ভদ্রলোক থাকতেন, উনি রোজ মুর্গা রান্না করতেন আর খেতেন ৷
মুর্গা রান্নার সুগন্ধে ইংরেজদের খুব অসুবিধা হচ্ছিল ৷ তাঁরা সবাই মিলে গির্জার পাদ্রীকে গিয়ে বললেন যে, উনি যেন সর্দারের কিছু ব্যাবস্থা করেন ৷
পাদ্রী সর্দারজী কে ডেকে খৃষ্টান ধর্ম গ্রহন করতে বললেন ,যাতে কারোর কোনো সমস্যা না হয় ৷
সর্দারজী রাজি হয়ে গেলেন ৷
পাদ্রী সর্দারজীর ওপরে "HOLY WATER" ছিটিয়ে দিয়ে বললেন•••••
You were born as a " SIKH ",
But,
Now you are a "CHRISTIAN".....
পরের দিন সর্দারজীর বাড়ি থেকে আবার চিকেনের সুগন্ধ পেয়ে সব ইংরেজরা, পাদ্রী কে সঙ্গে নিয়ে গিয়ে দেখল•••√•
সর্দারজী চিকেনের কড়াইতে "Holy Water" ছিটিয়ে দিচ্ছেন আর বির বির করে বলছেন•••••
You were born as "CHICKEN"
BUT
Now you are "POTATO"
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন