পূজা হবে ঘরে ঘরে, ঈদ হবে অনেক দূরে............।(৩য় পর্ব)
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৫:০০ সকাল
(নয়ন চ্যাটার্জি)
ঢাকা শহরে নির্দ্দিষ্ট স্থানে পশু জবাই না করলে আইনানুগ ব্যবস্থা
যত্রতত্র কোরবানি না করে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের নির্ধারিত এসব স্থানে পশু জবাই করতে হবে। কেউ সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে সড়ক, খাল বা নালারপাড়, অলিগলি বা পথে-ঘাটে পশু কোরবানি দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সিটি করপোরেশন।
ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, কোরবানি উপলক্ষে রাজধানীতে কয়েক লাখ পশু জবাই হয়ে থাকে। যেখানে সেখানে জবাইয়ের ফলে পশুর নাড়িভুঁড়ি ও রক্তে নগরীর রাস্তাঘাট নোংরা ও পরিবেশ দূষিত হয়ে যায়। সেজন্য পশু জবাই করতে প্রতিটি ওয়ার্ডে একাধিক স্থান নির্ধারিত হয়েছে। সেইসব স্থানে নগরবাসীকে কোরবানির পশু জবাই করতে হবে।
যত্রতত্র বা রাস্তাঘাটে কোরবানি দেওয়া থেকে বিরত থাকতে রাজধানীবাসীকে সতর্ক করে তিনি বলেন, কেউ যদি সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্যত্র পশু জবাই করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরের সূত্র: http://banglanews24.com/fullnews/bn/421886.html
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন