একটু আন্তরিকতা!
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১১:৪২ সন্ধ্যা
আচ্ছা এমন করে ভালবাসা যায় না ?
ধরেন অফিসে বসে আছেন হুট করে
পাগলিটাকে একটা ফোন দিয়ে
বললেন
এই শুনছো আমার অফিসের ফাইলটা
ফেলে এসেছি ড্রয়ারটা একটু
চেক করে দেখবা ?
~~ তারপর আদরের বউটা তারা হুড়া
করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল
রঙের খাম পড়ে আছে l
খামের ভিতর চিরকুটে লেখা
"বড্ড ভালবাসি তোমাকে" l
~~ কিংবা হটাত
একদিন অসময়ে ঘরে ফিরে এলেন l
খুব তারা হুড়া করে বললেন
জরুরি একটা জিনিস ফেলে গেছি l
এরপর পাগলিটার কপালে
একটা চুমু খেয়ে বললেন
পেয়ে গেছি এখন যাই ....?
~~ বিশ্বাস করেন
সুখে পাগলীটার দম আটকে আসবে l
পেছন না ফিরেও বুঝতে পারবেন
পাগলীটার গালে ভালবাসার
অশ্রু চিক চিক করছেl
~~ ভালবাসার মানুষকে ধরে রাখতে
হীরার নেকলেস লাগেনা,
লাগে একটু যত্ন .....
একটু আন্তরিকতা!!!
বিষয়: বিবিধ
৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন