রাজধানী ঢাকার সমস্যা সমাধানে সমন্বিত ব্যবস্থা
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৩:১৩ সন্ধ্যা
ঢাকার সমস্যা সমাধানে একটি সমন্বিত ব্যবস্থাপনা দরকার । শুধু জলাবদ্ধতা সমস্যার সমাধানের সঙ্গে ১৪টি সরকারি সংস্থা জড়িত। যানজট, অবৈধ বিলবোর্ড থেকে শুরু করে যেসব সমস্যা নাগরিকদের কষ্ট দিচ্ছে, তা সমাধান করতে হলে একটি সমন্বিত ব্যবস্থা থাকতে হবে। ঢাকা শহরের সমস্যা সমাধান করতে হলে একটি সমন্বিত ব্যবস্থা দরকার। এমন একটি ব্যবস্থাপনা দরকার, যার মাধ্যমে সিটি কর্পোরেশন এসব সমস্যার সমাধান করতে পারে। খালগুলো সচল করতে না পারলে জলাবদ্ধতা দূর করা যাবে না। এসব খালের মালিক জেলা প্রশাসক আর উদ্ধার ও উন্নয়নের দায়িত্বে আছে ওয়াসা। সিটি কর্পোরেশনের এ ক্ষেত্রে আইনগতভাবে কিছু করার নেই। তবে ঢাকায় জলাবদ্ধতা হলে মানুষ সিটি করপোরেশনকেই দোষ দেয়। ঢাকা শহরে দুই থেকে তিন লাখ গাড়ি চলতে পারে। কিন্তু গাড়ি আছে ১১ লাখ। ঐ গাড়ির অনুমতি দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করে ট্রাফিক পুলিশ। রাজধানীর কারওয়ান বাজার উঠিয়ে দেওয়া হচ্ছে। ঐ বাজারটিকে যাত্রাবাড়ী, আমিনবাজার ও মহাখালীতে সিটি কর্পোরেশন নির্মিত বাজারে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রাজিও হয়েছেন। ফলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
বিষয়: বিবিধ
৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন