আজও বেঁচে আছি

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫০:১১ সকাল

এখনও মাঝে মাঝে তোমার কথা অনেক বেশী ভাবিয়ে তুলে আমাকে। সত্যিই কি, এই পৃথিবীর মানুষ এতটা নিষ্ঠুর এতটা স্বার্থ পিয়াসী কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজে বেড়ায় ।

কি বিচিত্র এই মানুষের জীবন যাপন। আমি তো অন্য কাউ কে জানি না, আমি তোমার কথা বলতে পারবো, আমি দেখেছি তোমাকে খুব কাছে থেকে। তোমার চোখের মাঝে ভালোবাসা দেখেছি আবার সেই তোমাকে নিজের চাহিদার কাছে

বিক্রি হয়ে যেতে দেখেছি । আমি দেখেছি তোমার ভালোবাসা নামক বিচিত্র রূপ । দেখেছি তোমার চলে যাওয়া।

.

সত্যিই আমি কিছুটা সময়ের জন্য নির্বাক হয়ে যাই । নিজেকে বোঝতে পারিনা জীবনের চাহিদার কাছে মানুষের ভালোবাসার কোন মূল্য নেই, তবে কেন এই ভালোবাসা ? তবে কেন এই হাজারটা স্বপ্ন দেখা কাউ কে নিয়ে। যা বাস্তবতা থেকে অনেক দূর। যা শুধু কারো কারো কাছে ক্ষণিকের আভিনয় ।

.

আমি ঘৃণা অভিশাপ এই শব্দ গুলোর সাথে পরিচিত নই তাই হয়তো তোমাকে ঘৃণা করতে পারবো না । পারবো না অভিশাপ দিতে । কিন্তু শুভ কামনা রইলো যেখানে থাকো ভালো থেকো । যতটা ভালো থাকার জন্য আমাকে ছেঁড়ে গেছো তার চেয়েও বেশী ভালো থেকো।

.

আমি একা একাই পথ চলতে শিখে গেছি....... জীবন নামের রাজপথে যেদিন তুমি আমাকে একা রেখেই চলে গিয়েছিলে সেইদিন থেকে একাকী পথ চলাকেই ভালোবেসেই আজও বেঁচে আছি।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File