জাফর ইকবালের নাস্তিক্যবাদী শিক্ষা
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৬:৩২ রাত
জামায়াতে ইসলামীর নেতা কামরুজ্জামানকে যখন মাত্র ১৮ বয়েসে বিভিন্ন ভুয়া অপরাধের ফাসি দেওয়া হয়, এমন কী এই বাচ্চা ছেলেকে(!) এমন নেতা বানিয়ে দেওয়া হয় যার কথায় পাকিস্তানী বড় বড় জেনারেলরা পযন্ত উঠ বস করে। তখন এই জাফর সাহেব তার কথা বার্তা এবং কাজ কর্মের দারা আমাদের এই ম্যাসেজ-ই দিয়েছে যে, ১৮ বৎসর হল যথেষ্ট বয়স কোন কিছু বুঝার জন্য!!!!!
কিন্ত আজকে তার ১৮ + বৎসর বয়সের ছেলেদের (আবশ্যই শিবির না ছাত্র লীগ) জেনুইন অপরাধের জন্য (কামরুজ্জামানের মত ভুয়া নয়) জন্য নতুন উপলদ্ধী/শিক্ষা হলঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যায় বলে মন্তব্য করেছেন মুহম্মদ জাফর ইকবাল। এঁদের মধ্যে তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। আর চার ছাত্র যাঁরা ছাত্রলীগেরও কর্মী, তাঁদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি নেওয়া শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বুধবার সাংবাদিকদের কাছে জাফর ইকবাল এ মন্তব্য করেন।
জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’
এদের যারা বিপথগামী করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কি দোষ করেছে? কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।’
আমার দেশ, ৩/০৯/১৫ সংখ্যা
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনারা ঐ বকবক করেই জীবন পার করেছেন । গলায় দড়ি দেবার মত সাহস যদি থাকতোই তাহলে উনি ৭১ এ মুক্তিযুদ্ধে যেতেন ।
কথা হইল উনারই ছেলে তো!!
মন্তব্য করতে লগইন করুন