জাফর ইকবালের কাছে প্রশ্ন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২৬:৩৮ রাত
৪২ সাইজের জিন্স পেন্ট পরিধান করা যুবক আপনার কাছে বাচ্চা লাগে ? গোছা গোছা দাড়ি ওয়ালা ছেলেরা আপনার কাছে বাচ্চা মনে হলো ? বাচ্চারা কিন্ডার গার্ডেনে পড়ে আর যুবকেরা ভার্সিটিতে পড়ে সেটাও কি আপনাকে বুঝিয়ে বলতে হবে ? তাহলে সে দিন বৃষ্টিতে বিজে নাটক করলেন কেন ? আপনি কি এরশাদ সাহেবের রেকর্ড ভাঙ্গতে চাচ্ছেন ?নাকি রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য বৃষ্টি বেজা জাফর কাকু সাজতেছেন ?
যারা আপনার স্ত্রীর শাড়ির অচল নিয়ে টানাটানি করেছে ওদেরকে বাচ্চা বলে শাস্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি প্রমান করলেন আপনার মগজ পঁচে গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ওদের বাচ্চা মনে করে অন্যায় বলে মন্তব্য করেছেন মুহম্মদ জাফর ইকবাল। এঁদের মধ্যে তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। আর চার ছাত্র যাঁরা ছাত্রলীগেরও কর্মী, তাঁদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়: বিবিধ
২০৫৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে উনাকে সাধারণ মানুষ চিনে গেল
গলায় দড়ি দেওয়াটা মুখ ফসকে বলে ফেলেছিলেন
যাদেরকে এতদিন বুক দিয়ে আগলে রেখেছিল, নিষ্পাপ বলে গোষণা দিয়েছির, তারা দিনে দুপুরে এভাবে হেনস্তা ও টানাটানি করবে, আর সেটা ক্যামরা ম্যানেরা দৃশ্যবন্ধি করবে, এটা তিনি ভাবতে পারেন নি। সে জন্য মান যা গেছে তো গেছেই আরো যাতে না যায়, সে জন্য দড়ি নাটক ও বৃষ্টি ভেজার অভিনয় করেছেন নতুবা ক্যামরা না থাকলে ব্যক্তিস্বার্থ উদ্ধারে তিনিও ধস্তাধস্তি করতেন।
মন্তব্য করতে লগইন করুন