মুত্রনালীতে আল্লামা মওদুদীর পাথর !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৫ অক্টোবর, ২০১৫, ০৯:০২:৫৩ রাত

মুত্রনালীতে আল্লামা মওদূদীর পাথর !

.

কাদিয়ানিরা যখন রাসূল (সাঃ)এর বিরূদ্ধে কুত্সা রটনা শুরূ করল !

.

তখন জবাব দেয়ার মত ভারতীয় উপহাদেশে কোন আলেমের দেখা যাচ্ছিল না !

.

আল্লামা মওদুদী তখন কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছিলেন !

.

এমন সময় জালিম সরকার তাকে মামলা দিয়ে কারাগারে আটকে দেয় !

.

এই মামলায় হুজুরকে ফাঁসীর রায়ও দেয়া হল !

.

কারাগারে থাকা অবস্থায় তিনি

মারাত্বক রূগে আক্রান্ত হয়ে পরেন!

.

এ রূগে আল্লামা মওদুদীর

পস্রাবের সমস্যা হচ্ছিল !

.

ডাক্তারি পরিক্ষা করে বুঝতে পারলেন মুত্রনালীতে পাথর আটকে গেছে !

.

কারাগার কতৃপক্ষ তাকে অপারেশনের জন্য নিতে চাইল !

.

তিনি জানালেন, অপরাশনে যাবেন না !

.

কারাগার কতৃপক্ষ তার কাছে জানতে চাইল,কেন আপনি অপরাশনে যাবেন না ?

.

তিনি উত্তরে বললেন ,কোন তাগুতের দেয়া চিকিৎসা তিনি নেবেন না !

.

তার সাথে জেলে থাকা একজন

স্বাক্ষ্য দান করেন যে, রাতে তায়াজ্জুদ নামাজে আমি তাকে এই

দোয়া করতে শুনেছ যে, হে আল্লাহ আমি আমার অক্ষমতা তোমার কাছেই পেশ করতে পছন্দ করি !

.

তুমি আমাকে শেফা দান করো !

.

তার এ দোয়ার বদৌলতে সেদিন

মুত্রনালী থেকে পাথর সরে যায় !

.

আর তিনি হয়ে উঠলেন একেবারে সুস্থ !

.

বিষয়টি মাওলানা নিজেও দোয়ার

উপকারীতা হিসেবে তাফহিমুল

কোরআনের এক জায়গায় উল্লেখ্য

করেছেণ !

.

আল্লাহ রাব্বুল আলামীন মওদুদীর মত আরেকজন আলেম আমাদের দান করুন !

.

আমীন !

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344598
০৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাশাল্লাহ
344607
০৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ আছে! !আপনি এই তথ্য কোথায় পেলেন? তথ্য দিন প্লিজ।
344609
০৬ অক্টোবর ২০১৫ রাত ১২:৪১
অপি বাইদান লিখেছেন : কিডনি রোগের চিকিৎসা আর দরকার নেই। বলেন সুভানাল্যা..........।
344642
০৬ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৯
নৌশাদ আল নোমানী লিখেছেন : আব্দুর রহীম ভাই@
.
তাফহীমুল কুরআন ১৯খন্ড সূরা ফালাক এবং নাসের শানে নুযুল দেখুন !
344645
০৬ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৪১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
344677
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
নৌশাদ আল নোমানী লিখেছেন : ধন্যবাদ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File