খুবাইবের ফাঁসী আর জামায়াত নেতাদের শিক্ষা !!
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৭ আগস্ট, ২০১৫, ০৭:২৫:২৬ সকাল
হজরত খুবাইব (রা.) হলেন ইসলামের একজন শ্রেষ্ঠ শহীদ এবং সাহাবী !
.
নির্যাতনের সর্বপ্রকার ভয়াবহতা,
নির্মমতা সহ্য করে যিনি ঈমানের ওপর ছিলেন অটল !
.
কুরাইশরা খুবাইবের নির্যাতন এবং ফাঁসির দৃশ্য দেখানোর জন্য
মানুষদেরকে ডাকল !
.
১ম তাকে হাত পা শিকলে বেঁধে
ধাক্কাতে ধাক্কাতে ফাঁসীর মন্চে নিয়ে যেতে লাগল !
.
তখন উপস্থিত দর্শকেরা হাত তালি
দিয়ে এই নির্মমতাকে উৎসাহ দিচ্ছিল !
.
ঠিক এমনি মূহুর্তে তিনি অনুমতি
চাইলেন ,ফাঁসির পূর্বে দু’রাকাত নফল নামাজ পড়তে !
.
দুই রাকাত নামাজের জন্য অনুমতি দেয়া হল এবং তিনি নামাজও শেষ করলেন !
.
নামাজ শেষে উপস্থিত লোকদের
উদ্দেশ্যে খুবাইব রাঃ বললেনঃ
আল্লাহর শপথ ...
.
"আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি তোমরা এ ধারণা করবে বলে মনে না হলে ,আমি নামাজ আরো দীর্ঘ করতাম" !
.
তারপরেই ফাঁসীর মঞ্চ থেকে খুবাইবের কন্ঠে ভেসে আসল নিচের কবিতাটি !
.
কবিতার দুইটি শ্লোক নিম্নরূপ :
“আমাকে যখন মুসলিম হবার কারণে হত্যা করা হচ্ছে ,
.
তখন মৃত্যুকালে আমি যে যাতনাই ভোগ করি তাতে আমার কিছুই আসে যায় না" !
.
কবিতার শ্লোকটি দ্বীপ্ত কন্ঠে
ঘোষণার পরেই কাফিররা তার ওপর সেই পৈশাচিক ও অমানুষিক নির্যাতন শুরু করে দিলো !
.
ইবনে হারেস মুবাইয়া আবদী খুবাইব রাঃ এর গলায় ফাঁসীর রশি পরিয়ে দিল !
.
মানুষ তো দূরের কথা একটি নিরেট পশুকেও জীবিত অবস্থায়, তার দেহ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ
একের পর এক কেটে বিচ্ছিন্ন করার মতো নির্মমতা প্রদর্শন করতে পারে না !
.
অথচ মানুষরূপী জালেমরা জীবিত
অবস্থায়ই খুবাইব (রা.)-এর শরীর থেকে তার অঙ্গ-প্রতঙ্গগুলো কেটে বিচ্ছিন্ন করে দেয় !
.
হজরত খুবাইব (রা.) এর শরীর
থেকে তখন ভীষণভাবে রক্তপাত
হচ্ছিল !
.
শত নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও
আল্লাহর নির্ভীক সৈনিক খুবাইব (রা.) বলিষ্ঠ ঈমানী চেতনায় অটল !
.
কিছুক্ষণ পরেই সত্যের এ মহান সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদাতের পেয়ালা পান করেন !
.
অহির মাধ্যমে রাসূলে করীম (সা.) প্রিয় সাহাবী খুবাইবের শাহাদাতের ঘটনা জেনে বললেন: খুবাইব তোমার প্রতি সালাম !
.
রাসূল সাঃ আমর ইবন উমাইয়া দাসরীকে শহীদের লাশের খোঁজে মক্কায় পাঠালেন !
.
আমর রাতের অন্ধকারে শঙ্কিত
চিত্রে ফাঁসীর মঞ্চে যান এবং
অতি গোপনে ফাঁসির রশিটি কেটে দেন !
.
শহীদ খুবাইব রাঃ পবিত্র দেহ মাটিতে পড়ে যায় !
.
আমর ইচ্ছা করছিলেন, লাশটি কাঁধে করে ফিরবেন, কিন্তু মঞ্চ
থেকে নেমে লাশের কোনো চিহ্ন পেলেন না !
.
কারণ কাফেররা খুবাইবের দেহকে
আঘাতে আঘাতে খন্ড বিখন্ড করে দেয় যার কারণে তিনি লাশটি কাঁধে নিতে পারলেন না !
.
খুবাইবের এ শিক্ষা থেকে জামায়াতের নেতারাও আজ একই পরিক্ষায় উত্তীর্ন !
.
যার প্রমান শহীদ মোল্লা ভাই এবং
প্রিয় কামরূজ্জামান ভাই !
.
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকেও শহীদি মৃত্যু দান করূন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন