সালাতের শেষে ইমাম সহ সম্মিলিত ভাবে মুনাজাত করব কি?

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১৭ আগস্ট, ২০১৫, ০৭:৪১:০৩ সকাল

অফিস থেকে ফেরার পথে সেদিন সিডনীর এক মসজিদে ঢুকলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। সচরাচর ঐ মসজিদে আমার নামজ পড়া হয় না। যেহেতু মাগরিবের নামাজের সময় কম থাকে সেহেতু ইদানিং ঐ মসজিদে মাগরিব টা পড়া হয়। সেদিন ঈমাম সাহেবের সুরেলা কন্ঠের কুরানের তেলোয়াত ছিল সত্যিই মনোমুগ্দ্বকর। নামাজ শেষে আনুমানিক ৩০ সেকেন্ড পরে ঈমাম সাহেব মুনাজাতের জন্য হাত উঠালেন, ঈমাম সাহেবের সাথে সাথে কিছু মুসল্লী ও মুনাজাত করলেন, আবার অনেকে সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, আবার অনকেই তখনো নামাজ শেষের দোয়া- দুরুদ পড়তে ছিলেন। আমার নিজের ও তখনো নামাজ শেষের দোয়া সমূহ পড়া শেষ হয়ে উঠেনি। তাই ঈমাম সাহেবের সাথে মুনাজাতের হাত উঠাইতে পারি নাই। অবশ্য সচারাচর আমি সম্মিলিত মুনাজাতে অংশগ্রহন করি না। আর এই সম্মিলিত মুনাজাতে অংশগ্রহন না করার যথেষ্ট কারন ও আছে বলে আমি মনে করি। আচ্ছা আপনারাই বলুন, আমার এই মনে করা না করাই কিবা আসে যায়? যদিনা এর পিছনে সহীহ দলিল না থাকে? আসুন না, কুরআন হাদীসের আলোকে জেনে নেই, ফরয নামাজ শেষে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতেন। প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে, সেটি হচ্ছে, যে কোন ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কি কি।

ইবাদত কবুলের মৌলিক শর্ত দুটি:

১) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করা। ২) রাসূল সা. এর পদ্ধতি অনুসারে ইবাদত করা। আর এ দুটি শর্ত ব্যতিরেকে যত ইবাদতই করা হোক না কেন, আল্লাহর তায়ালা তা কবুল করবেন না। তাই এ সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা অপরিহার্য। আমার আজকের আলোচনা বিযয় হলো, পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত । আমাদের দেশে বলতে গেলে ভারতীয় উপমহাদেশে পাঁচ ওয়াক্ত নামাযের পর সম্মিলিতভাবে দুআ-মুনাজাতের প্রচলন দেখা যায়। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত শেষে দুআ কবুল হওয়ার কথা বহু সহীহ হাদীস থেকে প্রমাণিত। তাহলে এ নিয়ে বিতর্ক কেন? আসলে পাঁচ ওয়াক্ত সালাতের পর দুআ নিয়ে বিতর্ক নয়, বিতর্ক হল এর পদ্ধতি নিয়ে। যে পদ্ধতিতে দুআ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা তাঁর সাহাবায়ে কেরাম এভাবে দুআ করেছিলেন কি-না? তাই আমি এখানে আলোচনা করব ইনশা-আল্লাহ ।

পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পর প্রচলিত মুনাজাত করা না করার ব্যাপারে আমাদের দেশের লোকদের সাধারণত তিন ভাগে বিভক্ত দেখা যায়। আর এ তিন ধরনের লোকদেরই এ সকল আমলের সমর্থনে কোনো না কোনো দলীল প্রমাণ রয়েছে। হোক তা শুদ্ধ বা অশুদ্ধ। স্পষ্ট বা অস্পষ্ট।

এক. যারা ছালাম ফিরানোর পর বসে বসে কিছুক্ষণ যিকর-আযকার আদায় করেন, যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। প্রথম দলের দলীল-প্রমাণ স্পষ্ট। তাহল বুখারী ও মুসলিমসহ বহু হাদীসের কিতাবে সালাতের পর যিকির-আযকার অধ্যায়ে বিভিন্ন যিকিরের কথা সহীহ সনদে বর্ণিত আছে, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আমল করেছেন। অনেক ইমাম ও উলামায়ে কেরাম এ যিকির-আযকার সম্পর্কে স্বতন্ত্র পুস্তক সংকলন করেছেন।

দুই. যারা ছালাম ফিরানোর পর যিকির-আযকার না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে যান সুন্নাত নামায আদায়ের জন্য। আর দ্বিতীয় দলের প্রমাণ হল এই হাদীস। “আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ছালাম ফিরাতেন তখন আল্লাহুম্মা আনতাচ্ছালাম ওয়ামিনকাচ্ছালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় বসতেন না।“ (তিরমিজী, নাসায়ী, ইবনু মাজাহ)

তারা এ হাদীস দ্বারা বুঝে নিয়েছেন যে, এ যিকিরটুকু আদায় করতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি বসা ঠিক নয়। তাই তাড়াতাড়ি সুন্নাত আদায়ের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আসলে এ হাদীস দ্বারা তারা যা বুঝেছেন তা সঠিক নয়। হাদীসটির ব্যাখ্যা হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু ইমাম ছিলেন তাই তিনি ছালাম ফিরানোর পর এতটুকু সময় মাত্র কেবলামুখী হয়ে বসতেন এরপর তিনি মুসল্লীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আর তিনি যে প্রত্যেক ফরজ নামাযের পর মুসল্লীদের দিকে মুখ করে বসতেন তা বহু সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এ হাদীস দ্বারা কখনো প্রমাণিত হয় না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছালাম ফিরিয়ে এ দুআটুকু পড়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতেন সুন্নাত সালাত আদায়ের জন্য। ফরজ সালাত আদায়ের পর যিকির, তাছবীহ, তাহলীল বর্জন করে তাড়াতাড়ি সুন্নাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়া মোটেও সুন্নাত নয়। বরং সুন্নাত হল সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যিকির, দুআ, তাছবীহ, তাহলীল সাধ্যমত আদায় করে তারপর সুন্নাত আদায় করা।

তিন. যারা ছালাম ফিরানোর পর সর্বদা ইমাম সাহেবের সঙ্গে একত্রে মুনাজাত করেন। এবং মুনাজাত শেষ হওয়ার পর সুন্নাত নামায আদায় করেন। তৃতীয় দল যারা ফরজ নামাযের পর সম্মিলিতভাবে (জামাআতের সঙ্গে) মুনাজাত করেন তাদের দলীল হল ওই সকল হাদীস যাতে সালাত শেষে দুআ কবুলের কথা বলা হয়েছে এবং দুআ করতে উৎসাহিত করা হয়েছে। এ সকল হাদীস ছাড়া তাদের এ কাজের সমর্থনে হাদীস থেকে সরাসরি কোনো প্রমাণ নেই। এমন কোনো হাদীস তারা পেশ করতে পারবেন না যাতে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাত জামাআতের সঙ্গে আদায় শেষে সকলকে নিয়ে সর্বদা হাত তুলে মুনাজাত করেছেন। তারা যে সকল হাদীস প্রমাণ হিসেবে পেশ করতে চান তার শিরোনাম হল الدعاء عقيب الصلوات، الدعاء دبر الصلوات

তারা মনে করে নিয়েছেন আকীবাস সালাত ও দুবুরাস সালাত অর্থ ছালাম ফিরানোর পর। আসলে তা নয়। এর অর্থ হল সালাতের শেষ অংশে। এ সকল হাদীসে সালাতের শেষ অংশে অর্থাৎ শেষ বৈঠকে দরূদ পাঠ করার পর ছালাম ফিরানোর পূর্বে দুআ করার কথা বলা হয়েছে। পরিভাষায় যা দুআয়ে মাছুরা হিসেবে আমাদের কাছে পরিচিত। সালাত শেষে দুআ কবুল সম্পর্কে যত হাদীস এসেছে তা সবগুলো দুআ মাছুরা সম্পর্কে। যার সময় হল ছালাম ফিরানোর পূর্বে। আর দুআ মাছুরা শুধু একটা নয়, অনেক। যেমন, আল্লাহুমা ইনী আউযুবিকা মিন আজাবি জাহান্নামা, ওয়া আউযুবিকা মিন আজাবিল কবরি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাইয়ে ওয়াল মামাতি"। লক্ষ্য করলে দেখা যাবে সালাতের শেষে দুআ সংক্রান্ত এ সকল হাদীসে বাদাস সালাত বলা হয়নি। হাদীস গ্রন্থে এ সকল দুআকে الأدعياء دبر الصلوات أو الدعاء عقيب الصلاة

(সালাত শেষের দুআ) অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এখানে দুটো বিষয়; প্রথমটা হল সালাত শেষের দুআ। দ্বিতীয়টা হল সালাত শেষের যিকির। প্রথমটির স্থান হল ছালাম ফিরানোর পূর্বে। আর দ্বিতীয়টির স্থান হল ছালাম ফিরানোর পর। ইমাম ইবনু তাইমিয়া রহ. ইবনুল কায়্যিম রহ. প্রমুখ উলামায়ে কেরামের মত এটা-ই।

এ মতটা কুরআন ও হাদীসের আলোকে বেশি যুক্তিগ্রাহ্য। বান্দা যখন সালাতে থাকে তখন সে আল্লাহর নিকটে অবস্থান করে। দুআ মুনাজাতের সময় তখনই। যখন সালাতের সমাপ্তি ঘোষিত হল তখন নয়। তখন সময় হল আল্লাহর যিকিরের, যেমন আল্লাহ বলেন : فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ.

যখন তোমরা সালাত শেষ করলে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। (আন নিসা : ১০২ )

এ সম্পর্কিত হাদীসগুলোর ভাষা এবং সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমলসমূহ গভীরভাবে পর্যালোচনা করলে এ বিষয়টিই বুঝে আসে ছালাম ফিরানোর পরের সময়টা দুআ করার সময় নয়, যিকির করার সময়।

তারপরও প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ সালাতের পর কখনো কি দুআ করেননি? হ্যা করেছেন। তবে তা সম্মিলিতভাবে নয়। যেমন হাদীসে এসেছে :

আল-বারা ইবনু আযেব বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে সালাত আদায় করতাম, তিনি আমাদের দিকে মুখ করতেন, কখনো কখনো শুনতাম তিনি বলতেন, হে আল্লাহ ! আপনার শাস্তি থেকে আমাকে বাঁচান যেদিন আপনি আপনার বান্দাদের উঠাবেন। (বুখারী)

জামাআতের সঙ্গে তিনি মুসল্লীদের নিয়ে দুআ করেছেন, এমন কোনো বর্ণনা নেই। যা আছে তা তার বিপরীত। যেমন বর্ণিত হাদীসটির প্রতি লক্ষ্য করুন! সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবচন শব্দ ব্যবহার করেছেন। বলেছেন আমাকে বাঁচান...। সকলকে সঙ্গে নিয়ে দুআটি করলে বলতেন আমাদেরকে বাঁচান।

আরেকটি হাদীসের প্রতি লক্ষ্য করুন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআজ বিন জাবালকে বলেছেন, তুমি অবশ্যই প্রত্যেক সালাতের পর বলবে, হে আল্লাহ! আপনার যিকির, আপনার শোকর, আপনার জন্য উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করুন। (আবু দাউদ, নাসায়ী)

দেখুন! প্রখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রা. কওমের ইমাম ছিলেন। রাসূল তাঁকে ইয়েমেনের গভর্ণর, শিক্ষক ও ইমাম হিসেবে পাঠিয়েছিলেন। তিনি সালাতে ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এ দুআটি সকলকে নিয়ে করার নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি তা দেননি। তিনি তাঁকে একা একা দুআটি করার জন্য বলেছেন। হাদীসের ভাষাই তার প্রমাণ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছালাম ফিরনোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি) বলেছেন। তিনি যদি এটা সকলকে নিয়ে করতেন তাহলে নাস্তাগফিরুল্লাহ (আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি) বলতেন।

যারা ফরজ সালাত শেষে কোনো যিকির-আযকার না করে উঠে গেল তারা একটা সুন্নাত (মুস্তাহাব) ছেড়ে দিল। আবার যারা সালাত শেষে কোন রকম যিকির আযকার না করে সম্মিলিতভাবে মুনাজাত করে উঠে গেল তারা একটা সুন্নাত বাদ দিল।

তাই সারকথা হল, পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পর সব সময় জামাআতের সঙ্গে মুনাজাত করা কি সুন্নত সম্মত?। যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন নি, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণ করেছেন বলেও কোনো প্রমাণ নেই। তবে যদি কেউ জামাতে সালাত আদায়ের পর একা একা দুআ মুনাজাত করেন তা সুন্নাতের খেলাফ হবে না। এমনিভাবে ইমাম সাহেব যদি সকলকে নিয়ে বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো কোনো সময় দুআ-মুনাজাত করেন তবে তা নাজায়েয হবে না। ইমাম ইবনু তাইমিয়া, ইবনুল কায়্যিম, মুফতীয়ে আজম ফয়জুল্লাহ রহ. সহ অনেক আলেম-উলামা এ মত ব্যক্ত করেছেন।

সালাত শেষে যে সকল দুআ ও জিকির হাদীস দ্বারা প্রমাণিত

আমি এখানে সালাত শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসকল দুআ ও যিকির আদায় করেছেন ও করতে বলেছেন তার কয়েকটি দৃষ্টান্ত হিসেবে পেশ করতে চাই। যাতে পাঠক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই সুন্নাতকে আমল হিসেবে গ্রহণ করেন।

সাওবান রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন তখন তিনবার ক্ষমা প্রার্থনা করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাচ্ছালাম . . . (হে আল্লাহ! তুমি শান্তিময় এবং তোমার নিকট হতে শান্তির আগমন, তুমি কল্যাণময়ত, হে মর্যাদাবান, মহানুভব!

ইমাম আওযায়ীকে জিজ্ঞেস করা হল -যিনি এ হাদীসের একজন বর্ণনাকারী- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষে ক্ষমা প্রার্থনা করতেন কিভাবে? বললেন, তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ! (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি)। (মুসলিম))

মুগীরা ইবনু শোবা রা. মুয়াবিয়া রা. এর কাছে লিখেছেন যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন বলতেন, লা-ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর, আল্লাহুম্মা লা- মানেআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ান ফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। (আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি এক তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁর। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। হে আল্লাহ আপনি যা দান করেন তা বাধা দেয়ার কেউ নেই। আর আপনি যা বাধা দেবেন তা দেয়ার মত কেউ নেই। আর আযাবের মুকাবেলায় ধনবানকে তার ধন কোনো উপকার করতে পারে না।) (বুখারী ও মুসলিম)

আব্দুল্লাহ ইবনু যুবাইর রা. থেকে বর্ণিত তিনি প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরানোর পর বলতেন, লা-ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর, লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু ওয়ালা নাবুদু ইল্লা ইয়্যাহ, লাহুন নিমাতু ওয়ালাহু ফজলু ওয়ালাহুছ ছানাউল হাসান, লাইলাহা ইল্লাল্লাহু মুখলিছীনা লাহুদ্দীন ওয়ালাও কারিহাল কাফিরূন। (আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি এক তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁর। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ প্রদত্ত শক্তি ব্যতীত গুনাহ থেকে বিরত থাকার ও ইবাদত করার শক্তি কারো নেই। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমরা তাঁকে ছাড়া আর কারো ইবাদত করি না। সমস্ত অনুগ্রহ ও শ্রেষ্ঠত্ব তাঁরই। সকল সুন্দর ও ভাল প্রশংসা তাঁরই জন্য। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমরা ধর্মকে একমাত্র তাঁরই জন্য নির্ধারণ করে নিয়েছি, যদিও কাফেরা তা পছন্দ করে না)।

ইবনু যুবাইর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের শেষে এ বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর ইলাহিয়্যাতের ঘোষণা দিতেন। (মুসলিম)

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর তেত্রিশবার ছুবহানাল্লাহ বলবে, তেত্রিশ বার আলহামদু লিল্লাহ বলবে ও তেত্রিশবার আল্লাহু আকবার বলবে এর পর লা-ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর (আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি এক তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁর। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান) বলে একশ বাক্য পূর্ণ করবে তার পাপগুলো ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। (মুসলিম)

এ ছাড়াও সালাতের পর আরো অনেক যিকির ও দুআর কথা হাদীসে এসেছে। সেগুলো আদায় করা যেতে পারে। যেমন সূরা ইখলাছ, সূরা ফালাক, সূরা নাছ পাঠ করার কথা এসেছে। আয়াতুল কুরসী পাঠ করার বর্ণনা এসেছে ।

এ সকল দুআ যে সবগুলো একইসঙ্গে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সময় ও সুযোগ মত যা সহজ সেগুলো আদায় করা যেতে পারে। মোট কথা হল, এ সুন্নাতটি যেন আমরা কোনো কারণে ভুলে না যাই সে বিষয়ে সতর্ক থাকা দরকার। অনেককে নামায শেষে এমন কিছু আমল করতে দেখা যায় যেগুলো হাদীসে পাওয়া যায় না, সেগুলো বর্জন করা উচিত। যেমন, মাথায় হাত দিয়ে কিছু পাঠ করা বা কিছু পাঠ করে চোখে ফুঁক দেয়া ইত্যাদি।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথের হিদায়াত দান করুন!

মহান আল্লাহ রাব্বুল আলামীন সবচেয়ে ভালো জানেন।

তথ্যের সূএ: আল-কুরআন ও বিভিন্ন হাদীস গ্রন্হ

বিষয়: বিবিধ

৪৪৯৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336345
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:১২
আওণ রাহ'বার লিখেছেন : তিনটি আমলই সঠিক তবে, সম্মিলিত দোয়াকে জরুরী মনে করা ঠিক নয়।
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৮
278186
জ্ঞানের কথা লিখেছেন : ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাতের দলিল কি?
১৭ আগস্ট ২০১৫ সকাল ১১:০৮
278225
জ্ঞানের কথা লিখেছেন : লিংকে কার সাথে কথা বলবো! এখানে আপনি নিয়ে আসুন। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের কোন সহীহ,মুত্তাসিল,মারফু হাদীস নিয়ে আসুন। অথবা সহীহ মাওকুফ হাদীস হলেও হবে।
336354
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৫
জ্ঞানের কথা লিখেছেন : এই একটি বিদআত কয়েকশত সহীহ ও মাসনূন দুআ জিকিরের হাদীসকে গায়েব করে দিয়েছে।

-নামাজ পড়ায় ২-৩ মিনিটেই আর মুনাজাত করায় ১০ মিনিট। ব্যাবসায়ী হুজুর। যতই মুনাজাত ততই হুজুরের নামডাক। আর এলাকার নেতার জন্য তো দুআর শেষ নাই।

-আচ্ছা এই সকল হুজুরগণ কোন তরিকার অনুসারী?
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৩
278201
মুসলমান লিখেছেন : যত বড় মুনাজাত ততোবেশি তোষামোদি!!!
336361
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৬
নাবিক লিখেছেন : ভালো লাগলো
336368
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫১
মাটিরলাঠি লিখেছেন : বিতর্ক শুধু সালাম ফিরানোর পর "সম্মিলিত ভাবে মুনাজাত নিয়ে।" জামাত শেসে একা কেউ যদি "মুনাজাত করে" অথবা একা সালাত আদায় করে যদি কেউ একাকী "মুনাজাত করে" - করতে পারে, এ নিয়ে বিতর্ক নাই।

সালাত নিজেই দুয়া (ইবাদুদ দুয়া)- সালাতের ভিতরে দুয়া / মুনাজাত (দুয়া মাসুরাহ) আর সালাতের বাহিরে দুয়া / মুনাজাতের মর্যাদা এক হতে পারে না।

ওকেশনালী জনগুরুত্ব পূর্ণ বিষয়ে জামাতের পর দুয়া/মুনাজাতের রেফারেন্স পাওয়া যায়। জাজাকাল্লাহু খাইরান।


336369
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৩
মুসলমান লিখেছেন : আমরা এখন কুরআন হাদীসের চাইতে নিজেদের মাযহাব এর অনুসরণ করি বেশি।
336370
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:১২
নারী লিখেছেন : অনেক কিছু জানলাম
যাজাকাল্লাহ্ খাইরান
336371
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ ভাই। এখন অবশ্য মানুষ খানিকটা সচেতন হচ্ছে। তবে সচেতন মানুষদেরকেও দেখেছি জেনে শুনে এই মোনাজাত এভাবেই ধরছে। কারন বাপ দাদারা এই বিদআত করে আসছে। যেই হুজুর মোনাজতে যত কাদতে ও কাদাতে পারবে ততই তার নাম ডাক হবে..
336373
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তিনটি আমলই সঠিক তবে, সম্মিলিত দোয়াকে জরুরী মনে করা ঠিক নয়
336380
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২১
পুস্পগন্ধা লিখেছেন :
ভাল লাগল..
১০
336385
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : মক্কা ও মদিনাতে থাকাকালে দেখেছি যে কখনও নামাজের পর মোনাজাত হত না । যে যে নিজের মত করে তা করতো।
১১
336417
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
১২
336458
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
সামছুল লিখেছেন : অনেক ধন্যবাদ
১৩
339130
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০০
কাহাফ লিখেছেন : শুধু নামাজের পর নয়,সম্মিলিত মোনাজাত জরুরী নয় কখনও। তবে,এটাকে বেঠিকও বলা উচিৎ নয়! ব্যক্তির ইচ্ছাধীন বিষয় হিসেবেই ছেড়ে দেয়া ভাল!
এটা নিয়ে বাড়াবাড়ি রকমের বিতর্ক কাম্য নয় কখনই!!
১৪
340720
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আমার ছোট মাথায় যতটুকু বুঝি এসব ইস্যু নিয়ে এত জটিলতা তৈরী কাম্য নয়। নামাজের পর দোয়া নামাজের কোন অংশ না, কিন্তু বিশেষত আমাদের উপমহাদেশের মানুষের মাঝে এটা বিশ্বাসে জন্ম নিয়েছে যে মোনাজাত না করলে বুঝি নামাজটাই পরিশুদ্ধ হলনা, এটা আসলে ঠিকনা। আবার সম্বিলিত দোয়াকে রীতিমত চরম বেদাতের দৃষ্টিতে ব্যাখ্যা করাকেও আমি সঠিক মনে করিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File