মৃত্যু কতটা কাছে?
লিখেছেন লিখেছেন আবাবীল ০৯ আগস্ট, ২০১৫, ০৯:৫৯:০৪ সকাল
এই'যে ব্লগার "নিলয় নীলে"র মৃত্যু নিয়ে চারদিকে এতো কথা হচ্ছে, এতো এতো লেখা-লেখি হচ্ছে, মৃত্যুর আগ মূহুর্তেও নিলয় কি জানতো আজ এই ভাবে দুর্বৃত্তদের হাতে তার মৃত্যু হবে। পাঁচ মিনিট আগেও যে লোকটা ল্যাপটপ নিয়ে নিশ্চিন্ত মনে বসে কাজ করছিলো, পাঁচ মিনিট পরেই সে লাশ হয়ে গেলো।
এভাবে মৃত্যু যদিও কারো কাম্য নয়, তারপরেও একবারো কি আমরা ভেবে দেখেছি মৃত্যু আমাদের কতো কাছে? প্রতিনিয়তই আমাদের চারপাশে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। সকালে যার সাথে বসে চা খেয়েছেন বিকেলেই হয়তো তার জানাযা পড়তে হবে। অথবা সে সময় মসজিদে আমার আপনারই জানাযা নামাজ পড়া হবে।
আপন জনের লাশ নিজ হাতে কবরে নামিয়ে এসেই আমরা দুনিয়ার রং-তামাশায় লিপ্ত হয়ে যাই। যে কোনো সময় আমাকেও কবরে যেতে হবে সেটা বেমালুম ভুলে গিয়ে পাপাচারে মত্ত হই।
এক আল্লাহর ওলি বলেছিলেন- "আমি এই ভেবে হয়রান হয়ে যাই'যে, মৃত্যু এতো নিকটে জেনেও কিভাবে মানুষ নরম বিছানায় ঘুমিয়ে থাকে।" সকালে কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হবার পর আবারো বাড়ীতে ফিরে আসতে পারি কিনা তারতো কোনো গ্যারান্টি নাই।
এ ব্যাপারে, মহান আল্লাহ তার কালামে পাকে বলেন- "কোনো প্রাণীই জানে না, কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে।" [সুরা লোকমান আঃ ৩৪]
তিনি আরও বলেন- "তোমরা যে অবস্হায়ই থাকোনা কেনো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। যতো মজবুত কিল্লার ভেতরেই তোমরা অবস্হান করোনা কেনো।" [সুরা নিসা, আঃ ৭৮]
মৃত্যু কোনো ব্যক্তির ইচ্ছানুযায়ী তার সুবিধা মতো এবং পছন্দনীয় স্হানে আসবেনা। বরং তা আল্লাহর ইচ্ছানুযায়ী তাঁরই নির্ধারিত সময় ও স্হানে আসবে। ধনী-গরীব রাজা-প্রজা সবার জন্যই একি নিয়ম।
তাই মৃত্যুর কথা আমাদের ভুলে গেলে চলবেনা। সবসময় মৃত্যুকে স্মরণে রাখতে হবে। এবং মহান রবের নিকট প্রার্থনা করতে হবে, তিনি যেন আমাদেরকে মুমিন বান্দা হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন আমাদের ভুল সংশোধন কারি হিসেবে কবুল করেন, আমিন।
মন্তব্য করতে লগইন করুন