এইকি প্রেম! (অনু গল্প)
লিখেছেন লিখেছেন আবাবীল ১৬ আগস্ট, ২০১৫, ০১:৫৪:৪১ দুপুর
এজন্যই নামটা খুব পরিচিত-পরিচিত লাগছিলো নাদিমের। প্রথমে বাংলা চলচ্চিত্রের কোনোও নায়িকার নাম ভেবে উড়িয়ে দিলেও এখন বুঝতে পারছে নামটি এবং ব্যক্তিটি তার খুব ভালোভাবে পরিচিত। বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে নাদিম। গতকাল তার ছোট খালা হঠাত্ করে তাদের বাসায় প্রস্তাব নিয়ে আসেন। একটি ভালো মেয়ে হাতে আছে। মেয়ে অনার্স ফাইলান দেবে। দেখতে সুন্দরী এবং বুদ্ধিমতী, তাঁদের পাশের বাসায় নতুন এসেছে। এক নজর দেখলেই সবার পছন্দ হবে।
নাদিম মেয়ের সাথে পরিচিত হওয়ার সময় সম্পূর্ণ নাম জিজ্ঞেস করে। কোন কলেজ থেকে ইন্টার পাশ করেছে জেনে চমকে উঠে সে। মেয়েটির নাম নাদিয়া জাহান কেয়া। আনন্দমোহন কলেজ থেকে ইন্টার পাশ করেছে। পাশের সন জেনে নাদিম নিশ্চিত হয় মেয়েটি তার বন্ধু জাহেদ এর প্রেমিকা।
জাহেদ বিদেশে আছে এখন। বন্ধুর প্রেমিকার সাথে সরাসরি দেখা বা কথা না হলেও তার অনেক গল্প শুনেছে জাহেদের কাছ থেকে। কেয়াকে চমকে দিয়ে নাদিম জিজ্ঞেস করে "জাহেদের সাথে যোগাযোগ আছে?" কেয়া চমকে উঠলেও সুস্হির ভাবে উত্তর দেয় "আপনার পরিচিত মনে হয়। আসলে কী বলবো, বিদেশ যাওয়ার পর কিছুদিন ও আমার সাথে যোগাযোগ রাখলেও গত দু'বছর ধরে ওর কোনো খবর নেই। তার ছোট বোনের নাম্বারও বন্ধ পাচ্ছি দীর্ঘদিন।"
নাদিম থ হয়ে যায়। যে নয়ন কেয়া বলতে অজ্ঞান ছিলো এখন তাদের ভালোবাসার এ অবস্হা! কী সান্ত্বনা দেবে সে? পছন্দ হলেও বন্ধুর প্রেমিকাকে বিয়ে করে সে কি স্বস্তি পাবে?
বিষয়: বিবিধ
১৪০১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন