এসো বৃক্ষ হই (অনু কবিতা)
লিখেছেন লিখেছেন আবাবীল ০৫ আগস্ট, ২০১৫, ০৫:৪৭:৩৯ সকাল
এক হেমন্তের পুরো সময়টা কাটিয়েছি অরণ্যে,
.
সুদক্ষ দর্জির মতো গজ-ফিতায় মেপে দেখেছি,
.
একটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব বাড়েনি।
.
লোকালয়ে ফিরে মানুষকে খুব করে বলেছি,
.
চলো বৃক্ষ হয়ে যাই! ঘুচিয়ে ফেলি দূরত্ব।
বিষয়: সাহিত্য
২৩০৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন