গ্রাম পাহারা দেয় মানুষের শুটকি!

লিখেছেন লিখেছেন মুসলমান ০৯ আগস্ট, ২০১৫, ১০:০৪:১৮ সকাল



সাগরের পাড়ে মাছের শুটকি দেয়ার প্রচলন থাকলেও দ্বীপদেশ পাপুয়া নিউগিনির মোরোবে গ্রামে প্রচলন রয়েছে অন্য কিছুর। যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। সারা বিশ্বে যেখানে মাছ-মাংসের শুঁটকি দেয়া হয় সেখানে মোরোবে গ্রামে দেয়া হয় আস্ত মানুষের শুঁটকি!

মানুষের শুটকি তৈরির ক্ষেত্রে মোরোবে গ্রামের আঙ্গা জনগোষ্ঠির ভূমিকাই মূখ্য। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, এই শুটকি খাওয়ার জন্য করা হয় না। জুজু নামে পরিচিত মানুষের এই শুটকি গ্রামে ঢোকার পথে সাজিয়ে রাখার জন্যই তৈরি করা হয়।

আঙ্গা জনগোষ্ঠির প্রাচীন বিশ্বাস শুটকি করে রাখা এই মৃত মানুষেরা বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে। একই সাথে গ্রামও পাহারা দিবে। আর সবশেষে মানুষের শুটকি দিয়ে গ্রামের শোভা বাড়ানোর একটা চেষ্টা তো আছেই!



মোরোবে গ্রামে কেউ মারা গেলে মৃত মানুষটির শরীর থেকে সব চর্বি বের করে নেয়া হয়। এরপর মৃতদেহটিকে শুটকি করার সমস্ত প্রাথমিক কাজ সম্পন্ন করে একেবারে গ্রামের সামনে নিয়ে লম্বা বাঁশের তৈরি কোনো মঞ্চে সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয়। আর মৃতদের দেহ থেকে বের করে আনা চর্বি ব্যবহার করা হয় রান্নাবান্নার কাজে!

পাপুয়া নিউগিনির সরকার ১৯৭৪ সালে এইভাবে মানুষ শুটকি দেয়ার প্রথাটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সরকারের কথা অমান্য করে এখনও এই নিয়ম মেনে চলে আঙ্গা জনগোষ্ঠি।

বিষয়: বিবিধ

১৮৬৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334650
০৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৪০
নাবিক লিখেছেন : হাহাহা কতো অদ্ভূত বিশ্বাসইনা মানুষ ধারণ করে, মরা লাশ দেবে গ্রাম পাহার? পোস্টটি ভালো লাগলো, ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৯
276885
মুসলমান লিখেছেন : আসলে তারা এখনও অন্ধকার অজ্ঞতার যুগেই বাস করছে। জ্ঞানের আলো এখনও সেখানে পৌছেনি।
334655
০৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৮
জুমানা লিখেছেন : জেনে ভাল লাগল আপনাকে অনেক ধন্যবাদ
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০০
276886
মুসলমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck
334663
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:১৭
তমাল কুচিঁ লিখেছেন : ভালো লাগলো
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০২
276887
মুসলমান লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
334681
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৮
জ্ঞানের কথা লিখেছেন : ওখানে চলে জান, শুটকি করে রাখলে তার পরে দেশে এনে আপনার দারা "শুটকি বাবা" নামের খানকা খুলে অনেক ফায়দা লুটা যাবে।

-কেমন লাগলো ব্যাপারটি জানাতে ভুলবেন না ভাই। কি দারুন নাম তাই না "শুটকি বাবা" হাহাহাহা । মাইন্ডের ক্যাপসুল ৫০০ এমজি খেয়ে নিয়েন আগেভাগেই। হাহাহাহা
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276888
মুসলমান লিখেছেন : রাস্তার পাশে মাজারের একটা জয়গা ঠিক করেন। দেশেই অনেক শুটকি বাবা পাওয়া যাবে। Happy Happy Happy
১০ আগস্ট ২০১৫ সকাল ১১:১১
276909
জ্ঞানের কথা লিখেছেন : রাস্তার পশে একটা বটগাছ গাড়ছি ওখানে বেশ হবে। লাল ঝান্ডা ঝুলালেই ব্যাস হয়ে গেল। হাহাহাহা
334689
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিচিত্র বিশ্ব!!!
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276889
মুসলমান লিখেছেন : আসলেই বিচিত্র ভাই।
334836
১০ আগস্ট ২০১৫ রাত ০৩:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে আপনি কয়েকটি ব্যতিক্রমী পোস্ট উপহার দিয়েছেন!!! যা থেকে নতুন কিছু অভিঙ্গতা অর্জন করতে সক্ষম হয়েছি! ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276890
মুসলমান লিখেছেন : দিতে পেরে আমারও ভাল লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File