"বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল"
লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ১২ জুন, ২০১৫, ১২:২১:৩০ দুপুর
হ্যাঁ আর কারো জন্য না হোক বাংলাদেশীদের জন্য এটা সত্যিই অসম্ভব, কারণ
৳ বোন ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় দুইদিন ঝুলে থাকে, আমরা আনি না এতে বন্ধুরা অখুশি হবে বলে।
৳ ফেলানির বিচারে আসামির নামমাত্র সাজা হয়, আমরা প্রতিবাদ করি না যদি বন্ধুরা মনে কষ্ট নেয়।
৳ সীমান্তের কোথাও না কোথাও প্রতিদিন দুই একটা লাশ পড়ছে বিএসএফ এর গুলিতে আমরা পাল্টা প্রতিরোধ করি না যদি আবার বন্ধুরা কেউ মরে যায়।
৳ সীমান্তে প্রায়ই ধরে নিয়ে যায় বাংলাদেশীদের আমরা মাথা ঘামাই না যদি আবার বন্ধুরা কেউ রেগে যায়।
৳ মহান মুক্তিযুদ্ধে নয় মাস বন্ধুরা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমার আজীবন উদার মনে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাব বন্ধুত্ব বলে কথা।
৳ বন্ধু দেশের সিনেমা নাটক আমাদের দেশে অবাধে প্রবেশ করবে আমরা বাধা দিবো না, আমাদের সিনেমা নাটক তাদের দেশে চালানোর অনুরোধ করতে যাবো না যদি বন্ধুদের কাছে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যায়।
৳ তাদের টেলিভিশন চ্যানেলগুলো আমাদের দেশে শুল্ক বিহীনভাবে চলবে কিন্তু আমাদের একটাও তাদের দেশে চলতে দিবে না, তবুও আমরা কিছু বলবোনা যদি বন্ধুত্বে কোন আঘাত লাগে।
৳ আমাদের সীমানায় তারা কাঁটা তাদের বেড়া দিবে আমরা প্রতিবাদ জানাবা না যদি বন্ধুরা আবার ক্ষেপে যায়।
৳ সীমান্ত দিয়ে তাদের দেশের পণ্য অবাধে আমাদের দেশে প্রবেশ করবে আমাদের কোন পণ্য তাদের দেশ প্রবেশ করতে তারা দিবেনা তবুও আমরা খুশি বন্ধুত্বটাতো অন্তত ঠিক থাকলো।
৳ আমার দেশের অভ্যন্তরে তাদের ৩২ চাকার গাড়ি চলবে কিন্তু টোল দিতে হবেনা কারণ বন্ধুরা জানুক আমরা কতো উদার।
৳ আমাদের দেশের অভ্যন্তরীন ব্যপারে তারা নাক গলাবে আমরা কিছু মনে করবোনা কারণ বড় মনের বন্ধুরা একটু শাসন, পরামর্শ দিতেই পারে আর আমরা এতো বেয়াদপ জাতি না যে আমরা মুরব্বীদের মুখে মুখে কথা বলবো।
৳ আমাদের সমুদ্র বন্দর তারা যেমন খুশি ব্যবহার করবে এতে আমরা গর্বিত বন্ধুদের জন্য কিছুটা হলেও আমরা করতে পেরেছি।
৳ আমাদের দেশের অভ্যন্তরে থাকবে বন্ধু দেশের ট্রানজিট এতে আমাদের কোন অসুবিধা নেই বন্ধুরা ১৯৭১ এ আমাদের জন্য কত কি না করেছিল।
৳ বন্ধু দেশের জন্য করিডোর আমরা দিয়েছি, আমরা কত উদার আমরা জানি কিভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয়।
৳ বন্ধুত্বের খাতিরে আমরা আমাদের সংস্কৃতি বিসর্জন দিতে পারি যতই আসুক না আমাদের মধ্যে বিজাতি সংস্কৃতি।
৳ আমাদের দেশের বিমানবন্দর থেকে তারা আসামি ধরে নিয়ে যায় তবুও আমরা নির্বিকার, বন্ধুত্বের জন্য একটু ছাড় না দিলে কি চলে।
৳ আমাদের নদীতে তারা বাঁধ দিবে, মরুভূমি হবে আমাদের দেশ এতে আমাদের বিন্দুমাত্রও টেনশন নেই, বন্ধুরা কখনো আমাদের ক্ষতি করতে পারে না এই বিশ্বাস না থাকলে কি আর বন্ধুত্ব চলে।
৳ তালপট্টি আমরা তাদের উপহার দিয়েছি, বন্ধুত্বের জন্য মাঝে মাঝে একটু উপহারতো দিতেই হয়।
আসলে বন্ধুত্ব কখনো স্বার্থ দেখে হয়না আর স্বার্থ থাকলে বন্ধুত্ব টিকেনা। বন্ধুত্বের জন্য কারো না কারো ছাড় তো দিতেই হয়। আমাদের বন্ধুরা যখন দিবে না, তাদের এই জ্ঞানটুকু যেহেতু নাই সেহেতু আমরাই করি। আমরা উদার জাতি, বন্ধুত্বের জন্য পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে বলতে পারবো হয়তো গ্রিনিচ বুকেও নাম লেখাতে পারবো আমরা বাংলাদেশীরা ।
জয় হোক বন্ধুত্বের
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রাক্ষণ্যবাদীরা কারো বন্ধু হতে পারে না...ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন