মিয়ানমারে মুসলমানদের গণহত্যা, বাংলাদেশ কি দায় এড়াতে পারে?

লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ০৩ জুন, ২০১৫, ১০:৩০:৪৭ রাত

মিয়ানমারের রাখাইন মুসলমানদের উপর ইতিহাসের বর্বর নির্যাতন চালাচ্ছে বৌদ্ধ সন্ত্রাসীরা । পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এব্যপারে কোন উচ্চবাচ্য করছে না। নেই কোন প্রতিবাদ, কড়া হুশিয়ারী অথচ নির্মম সত্য কথা হচ্ছে এই রোহিঙ্গা মুসলমানদের বাংলোদেশ থেকে মিয়ানমারে আসা অবৈধ বাঙ্গালী হিসাবেই মিয়ানমারের সন্ত্রাসীরা অত্যাচারের স্টীম রোলার চালাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এত নির্মম নির্যাতন কোন জাতিকে সহ্য করতে হয় নাই। ভূগৌলিক, ধর্মীয়, সংস্কৃতিক কোন দিকে থেকেই বাংলাদেশ এর দায় এড়াতে পারে না। মিয়ামারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের ভাষা ও সংস্কৃতির সাথে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষার মিল রয়েছে। এই রাজ্যের সবাই মুসলিম সম্প্রদায়, নিজ দেশে থেকেও তারা পরবাসী। তাদের নাগরিকত্ব নেই, বসবাস, চলাফেরা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব দিক থেকেই তাদেরকে কোনঠাসা করে রাখা হয়েছে। বৌদ্ধ অধ্যুষিত দেশ মায়ানমার শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি জাতিকে ধ্বংশ করার চেষ্টা চালালে মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ হিসাবে বাংলাদেশ চুপ থাকতে পারে না। সামরিক, অর্থনৈতিক প্রযুক্তি কোন দিকে থেকেই বাংলাদেশ মিয়ানমারের চেয়ে পিছিয়ে নেই তবুও কেন নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা না বলাটা খুবই দুঃখজনক। বাংলাদেশ থেকে এর কড়া প্রতিবাদ হওয়া উচিত এবং প্রয়োজনে মুসলিম দেশগুলোর সহায়তায় শক্তি প্রয়োগ করা উচিত। না হলে আমরা কেউই আল্লাহর আদালতে এই অত্যাচারের বিচারের সাজা থেকে বাঁচতে পারবোনা। রোহিঙ্গা ইস্যুতে দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করা এখন সময়ের দাবী। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়াটা নৈতিকভাবে অন্যায় ও বর্বর, অন্তত ৭১ এর অবস্থা বিবেচনা করে। মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ একটি দেশের। আমরা এই মানব সম্পদকে কাজে লাগিয়ে প্রথম সারির দেশে পৌঁছতে পারব তাই রোহিঙ্গাদের ভিনদেশী না ভেবে সম্পদ ভেবে আশ্রয় দেয়াটা যথেষ্ট যৌক্তিক। রোহিঙ্গাদের উপর বৌদ্ধ সন্ত্রাসীদের নির্যাতনের চিত্র দেখে কোন মানব সন্তান চুপ থাকতে পারে না। যে যেখানে আছেন সেখান থেকেই গর্জে উঠুন।

মানবতার জয় হোক!

বিষয়: আন্তর্জাতিক

১২৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324456
০৪ জুন ২০১৫ রাত ১২:১৫
অবাক মুসাফীর লিখেছেন : অবশয্‌ই পারে, একশবার পারে...!
324533
০৪ জুন ২০১৫ দুপুর ১২:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে মুসলিম জাতী, দেখো তোমাদের জাতী ভাই-বোনদের কিভাবে গো-বুদ্ধের উত্তরসূরি হিংস্র জানোয়ারেরা নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার পর আগুনে পুড়িয়ে পেলতেছে...
https://www.facebook.com/dilmohammed.mamun/videos/vb.100000902801201/978639142176170/?type=2&theater;
324534
০৪ জুন ২০১৫ দুপুর ১২:১৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File