জামায়াতে ইসলামীকে নিয়ে তারা কেন চিন্তিত?
লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ১৭ জুন, ২০১৫, ১০:১৮:৩২ রাত
একদল আছে যারা জামায়াতের ভবিষ্যত অবস্থা চিন্তা করে ঘুম হারাম করছে । তারা চিন্তিত এই কারনে যে জামায়াত যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে তারা টিকে থাকতে পারবেতো?
আরেকদল আছে যারা খুবই চিন্তিত জামায়াতের ভবিষ্যত নিয়ে । তারা চিন্তিত জামায়াত শেষ হয়ে যাচ্ছে, জামায়াত নেতৃত্ব শূণ্য হয়ে যাচ্ছে, জামায়াত একঘরে হয়ে যাচ্ছে। এদের ভাব এমন যে মনে হয় জামায়াতকে নিয়ে চিন্তার ভার এদের উপর জামায়াত দিয়ে রেখেছে।
এমন আরেক দল লোক আছে যারা জামায়াতকে নিয়ে আফসোস করতে করতে দূর্বল হয়ে যাচ্ছে। তারা নসীয়ত দিয়ে যাচ্ছে সমানতালে, জামায়াতের কি করা উচিত বা কি করা উচিত নয়। এই নিয়ে তাদের চিন্তার পরিসীমা বঙ্গোপসাগরের তলদেশ পর্যন্ত ছুঁয়েছে।
অথচ জামায়াত তাদের নিয়ে মোটেই চিন্তিত নয় যতটা উপরে বণির্ত লোকেরা চিন্তিত। তাদের চিন্তাটা যতটা জামায়াতকে নিয়ে ততটা যদি তাদের ব্যক্তি বা দলগত হত তাহলে তারা সোনার মানুষে পরিণত হত। কিন্তু আফসোস! তারা অন্যের বস্ত্রহরণের দৃশ্য দেখে হাসতে হাসতে নিজেদেরই বস্ত্র হারিয়ে ফেলেছে।
জামায়াত একটি দল যাদের লক্ষ্য উদ্দেশ্য খুবই পরিষ্কার। দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে তার সংগ্রাম করে যাচ্ছে ৭৩/৭৪ বছর ধরে। তারা জানে এই পথ কোন ফুল বিছানো পথ নয়, কন্টকাকীর্ণ বণ্ধুর পথ। এই আন্দোলন করতে গিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে, নেতাকর্মীদেরকে হত্যা করা হতে পারে, নির্যাতন করা হতে পারে, জেল জুলুম তাদের উপর আসেত পারে। এটা ইসলামী আন্দোলনের একটি সুন্নাত। আর আন্দোলনের ধারাবাহিকতায় জামায়াতের উপর আল্লাহর পরীক্ষা বর্তমানে চলমান। এই অবস্থা থেকে উত্তরনের জন্য কারো বুদ্ধি পরামর্শ জামায়াতের প্রয়োজন আছে বলে জামায়াত মনে করেনা। কারণ সমস্যা থেকে উত্তোরনের পথ তারা সবসময়ই আল কুরআন থেকে তালাস করছে। তাদের কাছে আছে রাসূলের আন্দোলনমুখর ইতিহাসের ছবি, সাহাবাদের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি।
তাই জামায়াত মোটেই চিন্তত নয়, তারা এগিয়ে যাবে সামনেই, আপন গতিতে। কোন শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবেনা যেমনটি পারেনি নমরুদ ফেরাউন আর আবু জেহেলরা।
জামায়াত বিজয়ী হবেই ইনশাল্লাহ
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রলাপ বকে নিজেদের স্বান্তনা দিতে চাইছে ।
আপনাদের যাতনা বুঝি ভায়া । যে দেশকে দেখতে চান নি তার টিকে থাকা তো ভাল লাগার কথা নয় । আবার পছন্দের দেশেও যেতে ভয় ।
ভাল হত যদি পাপের জন্য ক্ষমা চাইতেন । অহমিকা সেটাও হতে দিল না ।
তাই , মাইর চলছে অস্থির , চলুক ....
আর নির্বাচনে জয়-পরাজয় ইসলামী আন্দোলনের সাফল্য বা ব্যর্থতার মানদণ্ড হতে পারে না..
আমরা হতাশ নই,,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবেই..প্রতিকুলতা ডিঙ্গিয়ে..
মন্তব্য করতে লগইন করুন