জামায়াতে ইসলামীকে নিয়ে তারা কেন চিন্তিত?

লিখেছেন লিখেছেন ক্রসফায়ার ১৭ জুন, ২০১৫, ১০:১৮:৩২ রাত

একদল আছে যারা জামায়াতের ভবিষ্যত অবস্থা চিন্তা করে ঘুম হারাম করছে । তারা চিন্তিত এই কারনে যে জামায়াত যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে তারা টিকে থাকতে পারবেতো?

আরেকদল আছে যারা খুবই চিন্তিত জামায়াতের ভবিষ্যত নিয়ে । তারা চিন্তিত জামায়াত শেষ হয়ে যাচ্ছে, জামায়াত নেতৃত্ব শূণ্য হয়ে যাচ্ছে, জামায়াত একঘরে হয়ে যাচ্ছে। এদের ভাব এমন যে মনে হয় জামায়াতকে নিয়ে চিন্তার ভার এদের উপর জামায়াত দিয়ে রেখেছে।

এমন আরেক দল লোক আছে যারা জামায়াতকে নিয়ে আফসোস করতে করতে দূর্বল হয়ে যাচ্ছে। তারা নসীয়ত দিয়ে যাচ্ছে সমানতালে, জামায়াতের কি করা উচিত বা কি করা উচিত নয়। এই নিয়ে তাদের চিন্তার পরিসীমা বঙ্গোপসাগরের তলদেশ পর্যন্ত ছুঁয়েছে।

অথচ জামায়াত তাদের নিয়ে মোটেই চিন্তিত নয় যতটা উপরে বণির্ত লোকেরা চিন্তিত। তাদের চিন্তাটা যতটা জামায়াতকে নিয়ে ততটা যদি তাদের ব্যক্তি বা দলগত হত তাহলে তারা সোনার মানুষে পরিণত হত। কিন্তু আফসোস! তারা অন্যের বস্ত্রহরণের দৃশ্য দেখে হাসতে হাসতে নিজেদেরই বস্ত্র হারিয়ে ফেলেছে।

জামায়াত একটি দল যাদের লক্ষ্য উদ্দেশ্য খুবই পরিষ্কার। দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে তার সংগ্রাম করে যাচ্ছে ৭৩/৭৪ বছর ধরে। তারা জানে এই পথ কোন ফুল বিছানো পথ নয়, কন্টকাকীর্ণ বণ্ধুর পথ। এই আন্দোলন করতে গিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে, নেতাকর্মীদেরকে হত্যা করা হতে পারে, নির্যাতন করা হতে পারে, জেল জুলুম তাদের উপর আসেত পারে। এটা ইসলামী আন্দোলনের একটি সুন্নাত। আর আন্দোলনের ধারাবাহিকতায় জামায়াতের উপর আল্লাহর পরীক্ষা বর্তমানে চলমান। এই অবস্থা থেকে উত্তরনের জন্য কারো বুদ্ধি পরামর্শ জামায়াতের প্রয়োজন আছে বলে জামায়াত মনে করেনা। কারণ সমস্যা থেকে উত্তোরনের পথ তারা সবসময়ই আল কুরআন থেকে তালাস করছে। তাদের কাছে আছে রাসূলের আন্দোলনমুখর ইতিহাসের ছবি, সাহাবাদের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি।

তাই জামায়াত মোটেই চিন্তত নয়, তারা এগিয়ে যাবে সামনেই, আপন গতিতে। কোন শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবেনা যেমনটি পারেনি নমরুদ ফেরাউন আর আবু জেহেলরা।

জামায়াত বিজয়ী হবেই ইনশাল্লাহ

বিষয়: বিবিধ

১৭৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326488
১৭ জুন ২০১৫ রাত ১০:৩৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জামায়াত মোটেই চিন্তত নয়, তারা এগিয়ে যাবে সামনেই, আপন গতিতে। কোন শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবেনা যেমনটি পারেনি নমরুদ ফেরাউন আর আবু জেহেলরা।
১৮ জুন ২০১৫ সকাল ১০:০৬
268906
ক্রসফায়ার লিখেছেন : সেই কথাটাই বলছি
326489
১৭ জুন ২০১৫ রাত ১০:৪৬
হতভাগা লিখেছেন : পাগলের সুখ মনে মনে
১৮ জুন ২০১৫ সকাল ১০:০৫
268904
ক্রসফায়ার লিখেছেন : নিজের কথাটা এভাবে জনসম্মুখে বলার দরকার ছিলোনা
১৮ জুন ২০১৫ দুপুর ০২:৪৭
268944
হতভাগা লিখেছেন : মাইরের চোটে জামায়াত শিবির এখন চোখে সর্ষে ফুল দেখছে ।

প্রলাপ বকে নিজেদের স্বান্তনা দিতে চাইছে ।

আপনাদের যাতনা বুঝি ভায়া । যে দেশকে দেখতে চান নি তার টিকে থাকা তো ভাল লাগার কথা নয় । আবার পছন্দের দেশেও যেতে ভয় ।

ভাল হত যদি পাপের জন্য ক্ষমা চাইতেন । অহমিকা সেটাও হতে দিল না ।

তাই , মাইর চলছে অস্থির , চলুক ....
326505
১৭ জুন ২০১৫ রাত ১১:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : জামায়াত শেষ । আগামী ৫০০ বছরে জামায়াতের হদিস পাওয়া যাবে না।
১৮ জুন ২০১৫ সকাল ১০:০৬
268907
ক্রসফায়ার লিখেছেন : আপনি কত বছর বাঁচবেন?
326518
১৮ জুন ২০১৫ রাত ০১:৩১
নূর আল আমিন লিখেছেন : যাহারা চিন্তিত তাহারা আবাল
১৮ জুন ২০১৫ সকাল ১০:০৭
268909
ক্রসফায়ার লিখেছেন : নারে ভাই তারা বাল (ইংরেজী)আর আবাল দুইটাই
326536
১৮ জুন ২০১৫ সকাল ০৬:০৪
কথার_খই লিখেছেন : চিন্তা করার প্রয়োজন আছে.... এটা একটা চিন্তার বিষয়, এটা নিয়ে চিন্তা করে তার জীবনের মূল্যবান সময় হয়ে যাক। অন্যের চিন্তা কি যেটা নিয়ে আপনি এত অস্তির কেন। করুক চিন্তা হোক সময় নষ্ট।
326541
১৮ জুন ২০১৫ সকাল ০৭:১২
টাংসু ফকীর লিখেছেন : আল্লাহ রাব্বানাই জামায়াতে ইসলামীর ভরসা৤ দুনিয়ার কোন শক্তি তাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না৤ কারণ আল্লাহ রাব্বানা তাদেরকে উভয় অবস্থায় পুরস্কৃত করবেন,হয় তারা বিজয়ী হউক আর বিজয়ী না হউক৤ অনেক ধন্যবাদ ক্রসফায়ার ভাই৤
326542
১৮ জুন ২০১৫ সকাল ০৭:২৮
মেজর রাহাত০০৭ লিখেছেন : সময়ের পরিপেক্ষিতে যে কোনো দল রাষ্ট্র বিভিন্ন কৌশল গ্রহণ করে। আপনার মত বোকা জামায়াতীরা তা বুঝবে না
326550
১৮ জুন ২০১৫ সকাল ১০:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১০/১২ জনকে বিদায় দিলে জামায়াত ধ্বংস হবে বলে মনে করার কোন কারণ নেই..
আর নির্বাচনে জয়-পরাজয় ইসলামী আন্দোলনের সাফল্য বা ব্যর্থতার মানদণ্ড হতে পারে না..
আমরা হতাশ নই,,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবেই..প্রতিকুলতা ডিঙ্গিয়ে..
326625
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
শফিউর রহমান লিখেছেন : মন্তব্যে কিছু কিছু বুদ্ধাহত বুদ্ধিমান দেখা যাচ্ছে। আল্লাহ এবং ইসলামী আন্দোলন সম্পর্কে তাদের জ্ঞানের দীনতাই তাদেরকে এমন চিন্তা করতে বাধ্য করছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File